IQNA

ইন্দোনেশিয়ায় রেস্টুরেন্টে নামাহারামের সাথে খাবার খাওয়া নিষেধ

23:51 - September 11, 2018
সংবাদ: 2606690
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কর্মকর্তারা নতুন আইন পাশ করেছেন। নতুন এই আইন বাস্তবায়ন করার মাধ্যমে নামাহারাম নারী ও পুরুষ রেস্টুরেন্টে এক টেবিলে খাবার খেতে পারবে না।

ভিসা নিয়ে বিশাল সুখবর দিল আরব আমিরাত

বার্তা সংস্থা ইকনা: এ ব্যাপারে আচেহ প্রদেশের এক কর্মকর্তা বলেছেন: এই সিদ্ধান্তের কারণে পুরুষরা নারীদের সাথে আরও ভালো আচরণ করবে।

নতুন এই আইনে এই শহরের কফি শপ অথবা রেস্টুরেন্টসমূহে নারীরা শুধুমাত্র তাদের স্বামী অথবা তার পরিবারের অন্য কোন পুরুষের সাথে এক টেবিলে বসে খাবার খেতে পারবে। এই শহরের রেস্টুরেন্টে নারীরা তাদের পুরুষ সহকর্মীদের সাথেও খাবার খেতে পারবে না।

নতুন এই আইনে আরও উল্লেখ করা হয়েছে, কফি শপ অথবা রেস্টুরেন্ট কর্মকর্তাগণ রাত ৯টার পর একা কোন নারীকে সেবা প্রদান করতে পারবে না।

তিন বছর পূর্বে আচেহ প্রদেশের কেন্দ্রীয় শহর আচেহ বুন্দা'র কফি শপ অথবা রেস্টুরেন্টে রাত ১১টার পর একা কোন নারীকে সেবা প্রদানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

iqna

 

 

captcha