IQNA

ইমাম মাহদীর দৃষ্টিতে দোয়া করার পদ্ধতি

19:09 - March 29, 2019
সংবাদ: 2608223
একজন অসাধারণ ধার্মিক ও আধ্যাত্মিক ব্যক্তি নামাজ আদায় করার পর আমাকে বললেন, দোয়া ফারাজ সম্পর্কে কতটা জান?

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আবুল হুসাইন ইবনে আবিল বাগাল বলেন, আবি মানসুর বিন সালেহান আমাকে একটি দায়িত্ব দিয়েছিলেন কিন্তু আমি দায়িত্বটি ভালভাবে পালন করতে পারি না। সুতরাং ভয়ে আমি পালিয়ে যাই এবং সে আমাকে ধরার জন্য লোক পাঠায়।

একদিন বৃহস্পতিবার দিবাগত রাতে আমি ইমাম কাজেম ও ইমাম জাওয়াদের মাজারে দোয়া এবং যিয়রাতের জন্য গেলাম। সেই রাতে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। আমি মাজারের খাদেম আবু জাফরকে বললাম, আমি খুব ভয় পাচ্ছি আমাকে ধরার জন্য লোক পাঠানো হয়েছে। তাই আপনি রওজার দরজাটি বন্ধ করে দিন, যাতে আমি ইমামের সাথে ভালভাবে মনের কথা খুলে বলতে পারি।

তার অনুমতি পেয়ে আমি যিয়ারত ও দোয়ায় মশগুল হই তখন একজন অত্যন্ত আধ্যাত্মিক ব্যক্তি প্রবেশ করে প্রথমে ইমাম কাজিম ও পরে ইমাম জাওয়াদের মাজার যিয়রাত করে নামাজ আদায় করেন। তিনি সকল নবী ও ইমামদের প্রতি সালাম দিলেন কিন্তু ইমাম মাহদীর নাম উচ্চারণ করলেন না। নামাজের পর তিনি আমাকে নাম ধরে ডেকে বললেন, দোয়া ফারাজ সম্পর্কে তুমি কি জান? আমি বললাম কোন দোয়া তখন তিনি বললেন, দুই রাকাত নামাজ পড়ে এই দোয়াটি পড়:

«یا من اظهر الجمیل و ستر القبیح، یا من لم یؤاخذ بالجریرة و لم یهتک السّتر، یا عظیم المنّ یا کریم الصّفح یا حسن التّجاوز، یا واسع المغفرة، یا باسط الیدین بالرّحمة، یا منتهی کلّ نجوی، و یا غایة کلّ شکوی، یا عون کلّ مستعین، یا مبتدئا بالّنعم قبل استحقاقها.

তারপর বলবে:

یا ربّاه (১০বার ) یا سیداه (১০ বার ) یا مولاه (১০ বার) یا غایتاه (১০ বার) یا منتهی غایة رغبتاه (১০ বার) اسألک بحقّ هذه الأسماء و بحقّ محمّد و آله الطّاهرین علیهم السّلام الّا ما کشفت کربی و نفّست همّی و فرّجت غمّی و اصلحت حالی.

এরপর মনের সকল আশা ব্যক্ত করে দোয়া করবে এবং সিজদায় যেয়ে ডান গাল মাটিতে রেখে ১০০ বার এই দোয়াটি পড়বে:

«یا محمّد یا علی! یا علی یا محمّد اکفیانی فانّکما کافیای و انصرانی فانّکما ناصرای»

এরপর বা গাল মাটিতে রেখে ১০০ বার বলবে ادرکنی আদরিকনি। তারপর এক নিশ্বাসে যতটা সম্ভব বলবে:

«الغوث الغوث الغوث...»

এরপর সিজদা থেকে উঠবে দেখবে আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করেছেন।

ওনার কথা মত নামাজ শেষ করার পর আমি আর ওনাকে দেখতে পেলাম না তখন বুঝতে পারলাম যে তিনিই ছিলেন আমাদের জামানার ইমাম হযরত মাহদী(আ.)। আর এভাবে আমার সমস্যার সমাধান হয়ে গেল।

captcha