IQNA

বান কি মুনের রোহিঙ্গা শিবির পরিদর্শন

22:17 - July 10, 2019
সংবাদ: 2608875
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন আজ বুধবার বিকালে এক ঝটিকা সফরে এসে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। রাজধানী ঢাকা থেকে হেলিকপ্টারে উখিয়ার রোহিঙ্গা শিবিরের হেলিপ্যাডে অবতরণ করার পর তিনি কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই বান কি মুন কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। তিনি রোহিঙ্গা শিবিরে একটি গাছের চারা রোপণ করেন। গাছের চারার পাতাগুলো ধরে তিনি পাশে থাকা এক সংবাদকর্মীর নিকট জানতে চান- এটি কী গাছের চারা। সংবাদকর্মী তাঁকে জানান- এটি চাঁপা ফুল গাছের চারা। পরে তিনি গাছের নামটি ওই সংবাদকর্মীর নিকট বানান করে নেন।

বান কি মুন পরে রোহিঙ্গা শিবিরের সবচেয়ে উঁচু পাহাড়ে নির্মিত কক্সবাজার জেলা প্রশাসনের সমন্বয় অফিসে গিয়ে উঠেন। তিনি সেখান থেকেই প্রায় সবগুলো রোহিঙ্গা শিবির প্রত্যক্ষ করেন। পরে অফিসে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। বান কি মুনের সঙ্গে ছিলেন মার্শাল দ্বীপপুঞ্জ নামের একটি দেশের প্রেসিডেন্টও। কালের কণ্ঠ

captcha