IQNA

মিশরে উদ্ধার করা হল কুরআন শরিফের প্রাচীন পাণ্ডুলিপি

7:43 - August 30, 2019
সংবাদ: 2609167
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার এক ব্যক্তি মিশর থেকে পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি সেদেশের রাজধানী কায়রোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাচার করতে চেয়েছিল। কিন্তু বিমানবন্দরের শুল্ক কর্মকর্তাগণ সতর্কতার সাথে চোরা কারবারিদের প্রচেষ্টা ব্যর্থ করে পবিত্র কুরআনের প্রাচীন এই পাণ্ডুলিপিটি উদ্ধার করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নাইজেরিয়ার এক ব্যক্তি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ শহরে অবৈধ ভাবে এই পাণ্ডুলিপিটি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা তার এই চেষ্টাকে ব্যর্থ করেছে।
কায়রো বিমানবন্দরের এজেন্টরা জোহানসবার্গ-কায়রো বিমানগামী যাত্রীদের চেক-ইন অভিযানের সময় এক্স-রে মেশিনে এই ঐতিহাসিক ও প্রাচীন সম্পদটি সন্ধান পায়। এরপর নির্দিষ্ট ব্যাগটি খুলে চেক করার পর হস্তলিখিত প্রাচীন এই পাণ্ডুলিপিটির সন্ধান মেলে। নাইজেরিয়ার যাত্রী এই পাণ্ডুলিপিটি দক্ষিণ আফ্রিকায় পাচার করতে চেয়েছিল।
কায়রো বিমানবন্দরের পুরার্কীতি সুপ্রিম কমিটি ঘোষণা করেছে, জব্দকৃত এই প্রাচীন পাণ্ডুলিপিটি উসমানী যুগের অন্তর্গত।   iqna

captcha