IQNA

১০ বছর পর খুলে দেওয়া হল মিশরের ঐতিহাসিক মসজিদ + ছবি

16:36 - May 21, 2016
সংবাদ: 2600821
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাজধানী কায়রোয় 'আমির মুহাম্মাদ আলী তৌফিক' মসজিদটি দীর্ঘ দশ বছর পর ২০শে মে মুসল্লিদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মিশরে পুরাতত্ত্ব মন্ত্রী 'খালিত আল আনানী' ঘোষণা করেছেন: কায়রোর "রুজা" দ্বীপের ম্যানিল অঞ্চলে ঐতিহাসিক মসজিদ 'আমির মুহাম্মাদ আলী তৌফিক' দীর্ঘ দশ বছর পর মুসল্লিদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়েছে।
আনানী বলেন: ১০ বছর পর মসজিদটি পুনরায় খুলে দেওয়া জন্য মুসল্লিরা অনেক খুশি হয়েছেনে এবং এরফলে পর্যটন সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং মিশরের জনগণ এই মসজিদের সাথে পরিচিত হবে ও এই মসজিদের গুরুত্ব ও ইতিহাসের সাথে পরিচিত হবে।
আমির মুহাম্মাদ আলী তৌফিক মসজিদের মহাপরিচালক 'ওয়ালা উদ্দিন বাদাভী' বলেন: মুসল্লিদের জন্য এই মসজিদের দরজা শুধুমাত্র শুক্রবার জুমা'র নামাজের জন্য খুলে দেওয়া হবে এবং সপ্তাহের অন্যান্য দিনে মসজিদের দরজা বন্ধ থাকবে।
তিনি বলেন: ২০০৭ সালে মসজিদটি পুনর্নির্মাণ করার জন্য মসজিদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ২০১৫ সালে মসজিদটি পুনর্নির্মাণ কর্ম শেষ হয়।
আমির মুহাম্মাদ আলী তৌফিক মসজিদটি ১৯৩৩ সালে মুহাম্মাদ আলী তৌফিক নামক রাজার নির্দেশে নির্মাণ করা হয়। মসজিদের ভিতর ও বাহিরের কারুকার্য আন্দালুশিয় ও অটোমান সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে।
Iqna


ট্যাগ্সসমূহ: মিশরের ، মসজিদটি ، ইকনা
captcha