IQNA

পুলিশের আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

17:04 - July 01, 2016
4
সংবাদ: 2601103
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতা ২০১৬ রাজারবাগ পুলিশ লাইনস্ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
শীর্ষনিউজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: শুক্রবার আইজিপি এ কে এম শহীদুল হক রাজারবাগ পুলিশ লাইনস্ মসজিদে আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।
আযানে ২৫ জন প্রতিযোগীর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নায়েক মোঃ সাইফুল ইসলাম প্রথম স্থান, পুলিশ হেডকোয়ার্টার্সের এএসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম দ্বিতীয় স্থান এবং বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর কনস্টবল মোঃ আরিফুর রহমান তৃতীয় স্থান অর্জন করেন।
কেরাতে ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর কনস্টবল মোঃ আরিফুর রহমান প্রথম, কিশোরগঞ্জ জেলা পুলিশের নায়েক মোঃ মির্জা আল-ফরিদ দ্বিতীয়, এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের কনস্টবল মোঃ মজিবুর রহমান তৃতীয় হয়েছেন।
পুলিশ কনস্টবল থেকে সাব-ইন্সপেক্টর পর্যায়ের পুলিশ সদস্যদের জন্য ১৫০০ শব্দের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘নৈতিক চরিত্র ও সমাজ গঠনে রোজার ভ’মিকা শিক্ষা’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় ১০জন প্রতিযোগিতা করেন। প্রতিযোগীদের মধ্যে ঝালকাঠি জেলা পুলিশের কনস্টবল মোঃ আতিকুর রহমান প্রথম, ৫ম এপিবিএন’র এএসআই(নিরস্ত্র) মোঃ মুরাদুর রহমান দ্বিতীয় এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নায়েক মোঃ ওমর ফারুক তৃতীয় হয়েছেন।
অনুষ্ঠানে আযান ও কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীগণ আযান ও কেরাত শুনান।
প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ও ডিআইজি মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মোঃ মইনুর রহমান চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আছাদুজ্জামান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ আবুল কাশেমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগণ এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
প্রকাশিত: 4
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
oqsgrawb
0
0
20
fiidpltu
1
0
20
irxxboup
1
0
20
tohmsftq
1
0
20
captcha