IQNA

মক্কা-মদিনা সড়কে আয়াত এবং হাদিসের অবমাননা + ছবি

17:00 - January 15, 2017
সংবাদ: 2602373
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সৌদি আরবের কিছু নাগরিক মক্কা-মদিনা সড়কের কিছু ছবি পোষ্ট করেছে। পোস্টকৃত ছবিতে দেখা যায় যে, রাস্তার দুপাশে পবিত্র কুরআনে আয়াত ও হাদিস লিখিত বেশ কিছু বিলবোর্ড অবহেলায় পড়ে রয়েছে।
মক্কা-মদিনা সড়কে আয়াত এবং হাদিসের অবমাননা + ছবি
বার্তা সংস্থা ইকনা: সৌদি কর্তৃপক্ষের অবহেলার ফলে মক্কা-মদিনা সড়কের দুই পাশে বিলবোর্ডে লিখিত পবিত্র কুরআনে আয়াত ও হাদিস অবমানিত হচ্ছে। সৌদি আরবের কিছু নাগরিক মক্কা-মদিনার প্রধান সড়কে পবিত্র কুরআনে আয়াত ও হাদিস লিখিত বিলবোর্ড ছবি তুলে অবিলম্বে সেগুলো ঠিক করার জন্য আহ্বান জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষের অবহেলার ফলে আয়াত ও হাদিস লিখিত বিলবোর্ডগুলো মাটিতে পরে রয়েছে এবং এর মাধ্যমে পবিত্র কুরআনেরে আয়াত ও হাদিসের অবমাননা করা হচ্ছে।

সৌদি আরবের নাগরিক মাসউদ আল-হাযামী এ ব্যাপারে বলেন: এসকল বিলবোর্ডগুলো মক্কা-মদিনার প্রধান সড়কে যে পথ দিয়ে যাত্রীরা সর্বক্ষণ যাতায়াত করেন এবং দেশী-বিদেশী হাজিরা এই পথ দিয়েই মদিনা থেকে মক্কায় যাতায়াত করেন- বিলবোর্ডের প্রতি লক্ষ না দেয়ার ফলে আয়াত এবং হাদিসে অবমাননা করা হচ্ছে।

তিনি বলেন: আমরা কর্তৃপক্ষের নিকট এসকল বিলবোর্ডগুলো খুলে নিয়ে সংস্কার করে পুনরায় রাস্তার দুপাশে স্থাপনের জন্য আহ্বান জানায়।

iqna


captcha