IQNA

ইসলাম বিদ্বেষীদের আগুনে ধ্বংস হল ওয়াশিংটনের মসজিদ

0:06 - January 16, 2017
সংবাদ: 2602377
আন্তর্জাতিক ডেস্ক: শনিবার (১৪ই জানুয়ারি) ওয়াশিংটনের বেলভিউ এলাকার ইসলামিক সেন্টার এবং মসজিদে ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে ইসলাম বিদ্বেষী এক ব্যক্তি।

ইসলাম বিদ্বেষীদের আগুনে ধ্বংস হল ওয়াশিংটনের মসজিদ
বার্তা সংস্থা ইকনা: বেলভিউয়ের পুলিশের জানিয়েছে, আগুনের তীব্রতা এতই অধিক ছিল যে ৪০ ফুট উঁচুতেও অগ্নিশিখা জ্বলছিল। অগ্নিনির্বাপক কর্মীরা ভবনটির অর্ধেক রক্ষা করাতে সক্ষম হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বেলভিউ থানার ওসি স্টিভ মিলেট বলেন, ইচ্ছাকৃতভাবে ভবনটিতে আগুন লাগানো হয়েছে; তবে কেন আগুন লাগানো হয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়।

তিনি বলেন, মসজিদের পিছন থেকে সন্দেহভাজন ৩৭ বছরের"আইজাক ওয়েন উইলিয়াম"কে গ্রেফতার করা হয়েছে। তার এধরণের কাজের অভিজ্ঞতা রয়েছে।

ওয়াশিংটনের আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল নিজস্ব ফেসবুকে মুসলমানদের নিকট আহ্বান জানিয়েছে, আগুন লাগানোর কারণ সম্পর্কে জানার জন্য তারা যেন নিজ থেকে কোন উদ্যোগ গ্রহণ না করে।

আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল এ ব্যাপারে তদন্ত করার জন্য কর্তৃপক্ষকে সুযোগ দেয়ার কথা বলেছে

মসজিদের ওয়েবসাইটে লেখা হয়েছে, তদন্ত পর্যন্ত মসজিদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছ।

এদিকে মসজিদ কর্তৃপক্ষ অগ্নিদগ্ধ মসজিদটি পুনরায় নির্মাণের জন্য মুসলমানদের নিকটে সাহায্যের আহ্বান জানিয়েছে।

iqna


captcha