IQNA

বিশ্ববিদ্যালয়ের মসজিদে বোকো হারামের বোমা বিস্ফোরণ

22:31 - January 16, 2017
সংবাদ: 2602380
আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম আজ সকালে (১৬ই জানুয়ারি) নাইজেরিয়ার "বর্নো" প্রদেশের "মাইদুগুরি" বিশ্ববিদ্যালয়ের মসজিদে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। বোমা বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মসজিদে বোমা বিস্ফোরণ ঘটাল বোকো হারাম
বার্তা সংস্থা ইকনা: ফজরের নামাজের সময় বিস্ফোরণটি ঘটে। নামাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মচারীগণ উপস্থিত ছিলো। সন্ত্রাসীদের এই হামলার ফলে আহত ও নিহতদের সংখ্যা এখনও ঘোষণা করা হয়নি।

বোমা বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং প্রাথমিক পরিদর্শনের পর ঘোষণা করেছে বেশ কয়েক জন আহত ও নিহত হয়েছে। তবে আহত ও নিহতদের সঠিক পরিসংখ্যান জানায়নি।

এক দশকেরও অধিক সময় যাবত নাইজেরিয়ার সরকার "বোকো হারাম" নামে প্রসিদ্ধ তথাকথিত ইসলামপন্থী দলের সাথে যুদ্ধ করে যাচ্ছে। কিন্তু এই সন্ত্রাসী গোষ্ঠীকে এখনও দমাতে পারিনি।

সন্ত্রাসী এই দলটি প্রথমে সালাফি চিন্তাধারায় গঠিত হয়। ২০১০ সালের পর থেকে চরমপন্থি এই দলটির কার্যক্রমের গতি পরিবর্তন হয় এবং নিজেদের সদস্যদের সশস্ত্র করে সেদেশের সরকারের সাথে সংঘাতে নামে।

সন্ত্রাসী এই দলটিকে নিয়ে সেদেশের সরকার এখনো উদ্বিগ্ন রয়েছে। বিশেষ করে নাইজেরিয়ার তেলসমৃদ্ধ অঞ্চলসমূহ যদি বোকো হারামের দখলে চলে যায় তাহলে সেদেশ থেকে ইসলাম ধর্মের চিহ্ন মুছে যাবে।

iqna


captcha