IQNA

২৫ বছর যাবত কুরআন প্রশিক্ষণ দিচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী "মুয়াম্মার আভযাবী" + ছবি

10:37 - January 17, 2017
সংবাদ: 2602382
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে নৈতিকতা ও ধর্মতত্ত্বের সচিব এবং দৃষ্টি প্রতিবন্ধীদের কুরআন প্রশিক্ষক "মুয়াম্মার আভযাবী" দীর্ঘ ২৫ বছর যাবত কুরআন প্রশিক্ষণ দিয়ে আসছেন।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআনের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক "মুয়াম্মার আভযাবী" তুরস্কের গাজিয়ান্তেপ শহরে জীবন যাপন করেন। তিনি এই শহরে দীর্ঘ ২৫ বছর যাবত ব্রেইল বর্ণমালা ব্যবহার করে অন্যান্য দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের কুরআন প্রশিক্ষণ দিয়ে আসছেন।

কুরআনের এই শিক্ষক জন্ম থেকেই অন্ধ। গাজ়িয়ান্তেপ শহরের স্কুলে প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় লেখাপড়া করেন। তার লেখাপড়া অব্যাহত রাখার জন্য তিনি সেদেশের কুনিয়া শহরের সালজুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

"মুয়াম্মার আভযাবী" বর্তমানে গাজিয়ান্তেপ শহরের একটি স্কুলের নৈতিকতা ও ধর্মতত্ত্বের সচিব হিসেবে নিয়োজিত রয়েছেন। এছাড়াও তিনি দৃষ্টি প্রতিবন্ধীদের কুরআন প্রশিক্ষণ এবং ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন।

কুরআনের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। গাজিয়ান্তেপ শহরের 'দারুল এফতা' কুরআনের ক্লাসের আয়োজন করে। তিনি ক্লাসে কুরআন প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে প্রমাণ করেন যে, প্রতিবন্ধী কোন সীমাবদ্ধতার কারণ নয়।

দীর্ঘ ২৫ বছর যাবত কুরআন প্রশিক্ষণের ব্যাপারে মুয়াম্মার আভযাবী বলেন: যখন দারুল এফতা আমাকে এই প্রস্তাবটি দেয়, আমি সর্বান্তকরণে গ্রহণ করি। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় অন্যান্য দৃষ্টি প্রতিবন্ধীদের কুরআন প্রশিক্ষণ দেয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। একারণে কুরআন শিক্ষক হিসেবে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।

তিনি বলেন: ২০০৭ সাল থেকে এ পর্যন্ত গাজিয়ান্তেপ শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৭ থেকে ৮ কুরআনের ক্লাস সম্পন্ন করেছি। এই ক্লাসগুলোয় অনেক দৃষ্টি প্রতিবন্ধী কুরআন শিক্ষা অর্জন করেছে। আমাদের জন্য এটি একটি বড় সাফল্য। প্রকৃতপক্ষে কুরআন শিক্ষা অর্জন এবং প্রশিক্ষণের ফলে হৃদয়ে প্রশান্তির অনুভব আসে।

iqna


captcha