IQNA

ইতালিতে ইসলাম বিদ্বেষী শিক্ষক বহিস্কার

21:00 - January 17, 2017
সংবাদ: 2602384
আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসী মুসলিম শিশুদের বিরুদ্ধে বর্ণবাধী ও বৈষম্যমূলক মন্তব্য প্রসারের জন্য বহিস্কৃত হয়েছেন ইতালির এক শিক্ষক। তথ্য ইতালি’র শিক্ষা মন্ত্রণালয়ের।

রামুল্লাহ ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইতালির উত্তর-পূর্বাঞ্চলীয় ভেনিস শহরের ‘মার্কো পোলো’ স্কুলের ইংরেজি শিক্ষক ভিভারনিৎসা বুনিতিকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তদন্তের পর বহিস্কার করা হয়েছে।

এর আগে ইতালীয় এ শিক্ষক তার ফেইসবুক পেজে ইসলাম বিদ্বেষী বিভিন্ন পোস্টে লিখেছিলেন: সকল মুসলিম শিশুকে ধ্বংস করতে হবে; কেননা তারা ভবিষ্যতে অপরাধীতে পরিণত হবে। সকল মুসলমানকে জীবন্ত পুড়িয়ে মারা উচিত, যাতে তারা নিশ্চিহ্ন হয়ে যায়।

ইসলামি বিদ্বেষী এ মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে ইতালির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনসহ সারা দেশ ব্যাপী। এমনকি ইতালির দুই সংসদ সদস্য ‘জুলিও মার্কোন’ ও চিলিসতে কুস্তাতিন’ ঐ শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য ইতালির শিক্ষা মন্ত্রণালয়কে আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে তদন্তের পর ৫৯ বছর বয়সী ঐ শিক্ষককে তার কর্মস্থল থেকে বহিস্কার করা হয়।#3563641


captcha