IQNA

দায়েশের হাত থেকে মুক্ত হল হযরত ইউনুস (আ.) এর মাজার

21:12 - January 17, 2017
সংবাদ: 2602385
আন্তর্জাতিক ডেস্ক: মসুলে ইরাকি বাহিনীর অভিযানের আওতায় মুক্ত হয়েছে হযরত ইউনুস (আ.) এর মাজার। মুক্ত করার পর সেখানে ইরাকি পতাকা ওড়ানো হয়েছে।

প্রেসটিভির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইরাকের এন্টি টেরোরিসম ইউনিটের মুখপাত্র গতকাল সোমবার (১৬ জানুয়ারি) জানিয়েছেন: আমরা হযরত ইউনুস (আ.) এর মাজারের অঞ্চলটিকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করে সেখানে ইরাকি পতাকা ওড়াতে সক্ষম হয়েছি।

তিনি বলেন: ইরাকি বাহিনী মসুলের পূর্বাঞ্চলে আরো দু’টি এলাকার উপর নিয়ন্ত্রণ লাভ করেছে।

মসুলে অবস্থিত হযরত ইউনুস (আ.) এর মাজারটি মুসলমান ও খ্রিষ্টানদের যেয়ারতের স্থান।

ইরাকের পশ্চিম ও উত্তর অঞ্চলে দখল করে নেয়ার পর হযরত ইউনুস (আ.) এর মাজার ধ্বংস করে দেয় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। এর প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে।

এছাড়া জেনারেল আব্দুল আমির ইয়ারুল্লাহ গতকাল জানিয়েছেন, ইরাকি সৈন্যরা আল-জামাসাহ এলাকাকে দায়েশ সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে।#3563532


captcha