IQNA

নাফসের আনুগত্য মানুষকে গুনাহের দিকে উস্কে দেয়

22:56 - January 17, 2017
সংবাদ: 2602387
নাফস সব সময় মানুষকে গুনাহ ও নাফরমানির দিকে প্ররোচিত করে। যদি কেউ নাফসের কুমন্ত্রণা নিয়ন্ত্রণ করতে না পারে এবং নাফসের আনুগত্য অব্যাহত রাখে; তাহলে পরিণতিতেতে সে একজন গুনাহকারী ও পাপিষ্ঠ ব্যক্তিতে পরিণত হবে।
নাফসের আনুগত্য মানুষকে গুনাহের দিকে উস্কে দেয়

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মুহাসেবা ও মুরাকেবা হচ্ছে আত্ম সংশোধন ও আত্মশুদ্ধি অর্জনের প্রক্রিয়ার নাম। মুহাসেবা তথা কৃতকর্মের প্রতিফল বিবেচনা এবং ভাল ও মন্দের মধ্যে যাচাইবাছাই করে পদক্ষেপ নেয়। যাতে মন্দ ও পাপ কর্ম থেকে আত্ম সংবরণ করা সম্ভব হয়। আর মুরাকেবা এমন অবস্থাকে বলা হয় যখন মানুষ গুনাহ বা অনৈতিক কর্ম থেকে নিজেকে সংবরণ করবে। আর এমন অবস্থা কেবল তখনই অজর্ন করা সম্ভব হবে; যখন কেউ নিজের নাফসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।

গুনাহ ও পাপকর্ম থেকে নিজেকে সংবরণের কার্যকর পন্থা হচ্ছে নাফসের আনুগত্য ও দাসত্ব থেকে নিজেকে মুক্ত করা। আমিরুল মু’মিনিন আলী (আ.) বলেছেন,

"من حاسب نفسه وقف علی عیوبه، و أحاط بذنوبه، و استقال الذنوب، و أصلح العیوب

অর্থাৎ যে ব্যক্তি নিজের নাফসের মুহাসেবা করবে, তার উচিত নিজের দোষত্রুটির প্রতি মনোনিবেশ করা। তাকে অবস্যই নিজের কৃত গুনাহের নেতিবাচক দিক সম্পর্কে সচেতন হতে হবে এবং সব ধরনের গুনাহ ও পাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখতে হবে।  

তিনি আরও বলেছেন যে, যে ব্যক্তি নিজের নাফসের ভৎসনা করবে, সে নাফসকে সংশোধন করতে সক্ষম হবে আর নাফসকে লাগামহীন অবস্থাতে ত্যাগ করবে, সে ধ্বংসের দিকে ধাবিত হবে।

 

ট্যাগ্সসমূহ: নাফস ، ইকনা ، মানুষ ، আলী
captcha