IQNA

ইসলামী বিশ্বের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ক্বিরায়াত এবং হেফজ প্রতিযোগিতা

16:02 - January 18, 2017
সংবাদ: 2602389
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্রী ইরানে ইসলামী বিশ্বের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ক্বিরায়াত এবং হেফজের আলোকে দ্বিতীয় বার্ষিকী আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইসলামী বিশ্বের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ক্বিরায়াত এবং হেফজ প্রতিযোগিতা

বার্তা সংস্থা ইকনা: ক্বিরায়াত এবং হেফজের আলোকে দ্বিতীয় বার্ষিকী আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ১৯শে এপ্রিল থেকে ২৬শে এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধী পুরুষদের জন্য অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টি প্রতিবন্ধী ক্বারি ও হাফেজদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রতিযোগিতার আয়োজন কমিটি একটি বিজ্ঞাপনপত্র প্রকাশ করেছে। বিজ্ঞাপনপত্রটি নীচে তুলে ধরা হল:

"ইসলামী বিশ্বের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ক্বিরায়াত এবং হেফজের আলোকে দ্বিতীয় বার্ষিকী আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা"

সময়: ১৯শে এপ্রিল থেকে ২৬শে এপ্রিল

"পুরুষদের জন্য"

বিভাগসমূহ:

১- সম্পূর্ণ কুরআন হেফজ

২- ক্বিরায়াত

অংশগ্রহণকারীদের শর্তসমূহ:

১- দেশের নাগরিকত্বের সনদ

২- বিগত বছরে ইসলামী প্রজাতন্ত্র ইরানে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বিরত থাকা।

৩- ক্বিরায়াতের সকল নিয়ম-কানুন মান্য করে সুর সহকারে তিলাওয়াত করা।

৪- প্রত্যেক প্রতিনিধির শুধুমাত্র একটি বিভাগে অংশগ্রহণ করার অধিকার রয়েছে।

৫- প্রত্যেক দেশ থেকে অংশগ্রহণকারীদের সাথে শুধুমাত্র একজন অভিভাবককে গ্রহণ করা হবে।

৬- প্রত্যেক দেশের প্রতিনিধি এবং অভিভাবকের প্লেনের টিকিট, ভিসা এবং থাকার খরচ প্রতিযোগিতার আয়োজক কমিটি বহন করবে।

৮- প্রয়োজনীয় সনদ:

পাসপোর্টের প্রথম পৃষ্ঠার ফটোকপি, নাম নিবন্ধনের জন্য দুই কপি ছবি।

৯- সনদ পাঠানোর সর্বশেষ সময়:

১৫ই বাহমান ১৩৯৫ (ফার্সি), তথা ৫ম জমাদিউল আওয়াল ১৪৩৮ (আরবি), তথা ৩য় ফেব্রুয়ারি ২০১৭।

- মোবাইল নম্বর: ০০৯৮৯২-৩৭৮৪০৯৩, টেলিফোন এবং ফ্যাক্স: ০০৯৮২১-৬৪৮৭২৬২৭।

- ই-মেইল: awqafiran@yahoo.com

- টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল নেটওয়ার্কিং-এর মাধ্যমে যোগাযোগ: @awqafiran এবং ০০৯৮৯২২- ৩৭৮৪০৯৩।

captcha