IQNA

যুক্তরাষ্ট্রের রিভারল্যান্ড কলেজে ইসলাম পরিচিতি সভা

21:17 - January 18, 2017
সংবাদ: 2602391
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের অস্টিন শহরের রিভারল্যান্ড কলেজে গত সোমবার (১৬ জানুয়ারি) ‘ন্যায় বিচার ও সন্ধি’ বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে লেবানিজ বংশোদ্ভূত খালিল হুরি ইসলাম ধর্মের মূল আকিদার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।

Albertleatribune ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: লেবানিজ বংশোদ্ভূত খালিল হুরি ইসলামের মৌলিক আকিদার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। তিনি বলেন, ইসলাম মানুষের আত্মা ও শরীরের সুস্থ্যতার রক্ষক।

তিনি বলেন: ইসলাম মানুষের উপর কোন কিছুকে চাপিয়ে দেয় না, আর এই যে, অনেকে মনে করেন মুসলমানরা তাদের ধর্মকে অন্যের উপর চাপিয়ে দিতে চায়, এটা ভুল ধারনা।

হুরি আরও বলেন: যুক্তরাষ্ট্রের কিছু কিছু মানুষ মুসলিমভীতি ছড়িয়ে দিতে পছন্দ করেন। অথচ এদেশে বসবাসরত মুসলমানদের লাইফ স্টাইলের দিকে তাকালে বুঝতে পারবেন যে, তারা শান্তি প্রিয়।

‘জিহাদ’ থেকে দায়েশ যে অপব্যাখ্যা করে তার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন: সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইসলাম ধর্মের অংশ নয়।

প্রসঙ্গত, এ অনুষ্ঠানে মিনেসোটা রাজ্যের এ্যালবার্ট লি শহরের মেয়রও বক্তব্য রাখেন।#3564228


captcha