IQNA

সরকারের অর্থায়নে নির্মিত হলো অস্ট্রেলিয়ার যাদুঘর + ছবি

18:07 - January 19, 2017
সংবাদ: 2602394
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সরকারের অর্থায়নে ২০১৪ সালের জানুয়ারি মাসে সেদেশের মেলবোর্ন শহরতলিতে ইসলামিক যাদুঘরটির উদ্বোধন হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার এবং বেশ কিছু ইসলামী দেশ এবং বৈদেশিক সংস্থা এই যাদুঘরটি নির্মাণের জন্য এক কোটি ডলার অনুদান করেছে।

এই জাদুঘর নির্মাণের মূল উদ্দেশ্য হচ্ছে সেদেশের জনগণের মধ্যে ইসলাম ধর্মকে পরিচিত করানো এবং দর্শনার্থীদের মাঝে ইসলামী এবং মুসলমানদের নির্মিত শিল্পসমূহ তুলে ধরা।

ভবনটি একটি অনন্য স্থাপত্য এবং অত্যাধুনিক শিল্পকর্মের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। যাদুঘরের ভবনটি নির্মাণের জন্য অসংখ্য ইসলামিক ক্যালিগ্রাফি, পেইন্টিং, সিরামিক, কাচ এবং ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছে।

অস্ট্রেলিয়ার ইসলামিক যাদুঘরে "ইসলামী বিশ্বাস", "মানব সভ্যতায় ইসলামের অবদান", "ইসলামী শিল্প", "ইসলামী স্থাপত্য", এবং "অস্ট্রেলিয়ান মুসলমানদের ইতিহাস" তুলে ধরা হয়েছে।

iqna


captcha