IQNA

ইমাম মাহদীর(আ.) সাহায্যকারী কারা?

23:04 - February 21, 2017
1
সংবাদ: 2602585
যারা মহান আল্লাহকে সঠিকভাবে চেনে এবং মানে তারাই কেবল ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের প্রেক্ষাপট রচনা করতে এগিয়ে আসবেন। এ সম্পর্কে আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) বলেছেন, যারা নিজেদেরকে আল্লাহর একনিষ্ঠ বান্দা হিসাবে গঠন করতে পেরেছে তারাই ইমাম মাহদীর সাহায্যকারী হবে।
ইমাম মাহদীর(আ.) সাহায্যকারী কারা?
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এ সম্পর্কে ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: ইমাম মাহদীর(আ.) প্রকৃত অনুসারীরা ইস্পাতের মত বলিষ্ঠ হবেন এবং তারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী হবেন। তাদের অন্তরে কোন অবিশ্বাস, কুফর ও নিফাক প্রবেশ করবে না।

হাদিসে বর্ণিত হয়েছে, ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের পর একদল একনিষ্ঠ অনুসারী তার সাথে মক্কায় মিলিত হবে। তারা কিন্তু এমনিতেই এমন মর্যাদার অধিকারী হন নি বরং তারা তাদের প্রচেষ্টা এবং তাকওয়ার মাধ্যমে এই মর্যাদা অর্জন করেছেন।

পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে: «يا أَيهَا الَّذِينَ آَمَنُوا کونوا أَنصَارَ اللَّهِ« হে যারা ঈমান এনেছ তোমরা আল্লাহর সাহায্যকারী হও। হযরত ঈসা(আ.) বলেছিলেন, আল্লাহর রাস্তায় কারা আমার সাহায্যকারী হবে: হাওয়ারিউন বলল: আমরা হচ্ছি আল্লাহর সাহায্যকারী। এভাবে বনি ইসরাইলের একদল ঈমান আনল আর একদল কুফরি করল। আল্লাহ ঈমানদারদের সাহায্য করলেন।

মহানবী এবং হযরত আলীও তাদের একনিষ্ঠ অনুসারীদের মাধ্যমে তাদের মিশনকে এগিয়ে নিয়েছিলেন। ইমাম মাহদীর(আ.) তার প্রকৃত অনুসারীদের মাধ্যমে তার ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠন করবেন।
শাবিস্তান
প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
obxjhlat
0
0
20
captcha