IQNA

ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের জন্য দোয়া করার পদ্ধতি সম্পর্কে রজব আলী খাইয়াতের উপদেশ

23:31 - February 22, 2017
1
সংবাদ: 2602590
আন্তর্জাতিক ডেস্ক: প্রথম যে জিনিসটি দরকার তা হচ্ছে কোন পদ বা ক্ষমতার লোভে ইমাম মাহদীর জন্য দোয়া করা নয় বরং আল্লাহর সন্তুষ্টি এবং ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য দোয়া করতে হবে।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মরহুম রজব আলী খাইয়াত বলেন, ইমাম মাহদীর জন্য দোয়া করতে হলে প্রথমে সদকা দিয়ে ৪০ দিন রোজা রাখতে হবে এবং এই আয়াতটি «وَمَن يَتَّقِ اللَّهَ» তিলাওয়াত করতে হবে।

তবে মনে রাখতে হবে, কোন পার্থিব বিষয়ে দোয়া করা যাবে না শুধুমাত্র ইমাম মাহদীর সন্তুষ্টি ও নৈকট্য হাসিল করার জন্য দোয়া করতে হবে।

একজন মু’মিন ব্যক্তি এই আমল করার মাধ্যমে ইমাম মাহদীর সাথে সাক্ষাত এবং তার সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করতে পেরেছিলেন।

এখানে মুল বিষয়টি হচ্ছে আমরা যে আমলই করি না কেন তা নিষ্ঠার সাথে এবং আল্লাহ ও মহানবীর নৈকট্য লাভের নিমিত্তে হতে হবে। কোন পোষ্ট বা পদের জন্য হলে চলবে না।

সুতরাং এমনভাবে দোয়া করতে হবে যেন তাতে আরও বেশী ইবাদত বন্দেগি করতে মন চায়, নাকি এমন কিছু হওয়া যাতে মানুষ আল্লাহর শরণাপন্ন না হয়ে তার কাছে আসে।
শাবিস্তান
প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
chkvxuha
0
0
20
captcha