IQNA

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পকে ৬৫ লেখক-শিল্পীর আহ্বান

23:39 - February 22, 2017
1
সংবাদ: 2602592
আন্তর্জাতিক ডেস্ক: সাতটি মুসলিম প্রধান দেশের অভিবাসীদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়ে খোলা চিঠি লিখেছেন ৬৫ জন লেখক ও শিল্পী।

বার্তা সংস্থা ইকনা: মঙ্গলবার পেন আমেরিকা নামক একটি মানবাধিকার সংস্থা থেকে আসা একটি যৌথ চিঠিতে ট্রাম্পকে বলা হয়, এ নিষেধাজ্ঞা মার্কিন স্বার্থের বিরোধী। তাঁরা মনে করেন, এই নির্বাহী আদেশ ‘চলাফেরার স্বাধীনতা এবং বৈশ্বিক শিল্পকলা এবং চিন্তাচেতনার আদানপ্রদান’কে ব্যাহত করবে।

মানবাধিকার সংগঠন পেন আমেরিকার নির্বাহী পরিচালক সুজান নোসেল বলেন, ‘লেখক, শিল্পী, সঙ্গীতশিল্পী এবং বুদ্ধিজীবীদের জন্যে আমাদের আমেরিকার দরজা বন্ধ করা শুধু আমেরিকাকে নিরাপদ করার ক্ষেত্রে ব্যর্থতারই ইঙ্গিত করে না, এটি সাংস্কৃতিক বিচ্ছিন্নতাও প্রকাশ করে, যা আমাদের এই সৃজনশীল সমাজকে ধরে রেখেছে।’

তারা উদাহারণস্বরূপ ইরানের চিত্র-পরিচালক আসগর ফারহাদির কথা উল্লেখ করেন। ‘দ্য সেলসম্যান’ নামক ফিল্মের জন্য তাঁকে একাডেমি পুরস্কারের জন্যে মনোনীত করা হয়েছিল। তবে তিনি ট্রাম্পের এ নিষেধাজ্ঞা আরোপের পর ওই অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেন।

সূত্র : আমাদের সময়.কম
প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
fpqkfvvg
0
0
20
captcha