IQNA

মিয়ানমারে ফিরে গেছে ১ হাজার রোহিঙ্গা

4:48 - February 23, 2017
1
সংবাদ: 2602595
আন্তর্জাতিক ডেস্ক: সরকার কর্তৃক মিয়ানমার সেনা বাহিনীর অভিযান সমাপ্তি ঘোষণার পর আরাকানে অবস্থিত নিজেদের গ্রামগুলিতে ফিরে গেছে প্রায় ১ হাজার রোহিঙ্গা শরণার্থী।

আরাকান ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: সেনা বাহিনীর অভিযানের মুখে প্রায় ৪ মাস আগে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের মধ্যে প্রায় ১ হাজার রোহিঙ্গা সরকারের পক্ষ থেকে অভিযানের সমাপ্তি ঘোষণার পর নিজেদের গ্রামে ফিরে গেছে।

বাংলাদেশে অবস্থানরত সক্রিয় রোহিঙ্গা মুসলিম কু কুলিন এ সম্পর্কে জানিয়েছেন: যারা মিয়ানমারে ফিরে গেছে, তারা তাদের পরিবারের সদস্যদেরকে পূনরায় একত্রিত করতে পারবে বলে আশাবাদী। তবে এখনো তারা মিয়ানমার কর্তৃপক্ষের অসদাচরণের বিষয়ে শঙ্কিত।

প্রসঙ্গত, আরাকানের একটি পুলিশ ক্যাম্পে ৯ পুলিশ হত্যার পর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস ঐ অভিযান শুরু হয়।

এ অভিযানে সংখ্যালঘু বহু রোহিঙ্গা মুসলিম নিহত হন। ধর্ষিত হয়েছেন বহু নারী। এছাড়া গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে।#3577363


প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
eqlhnpwc
0
0
20
captcha