IQNA

'মুস্তাফা ইসমাইলে'র সুললিত কণ্ঠে সূরা হাজ্জ তিলাওয়াত

13:28 - March 22, 2017
সংবাদ: 2602760
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের বিশিষ্ট ক্বারি মুস্তাফা ইসমাইলকে এক নামে সকল কুরআনিক ব্যক্তিত্ব চেনেন। তার সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে সকলের নিকট অমর হয়ে আছেন এই বিশিষ্ট ক্বারি।
'মুস্তাফা ইসমাইলে'র সুললিত কণ্ঠে সূরা হাজ্জ তিলাওয়াত
বার্তা সংস্থা ইকনা: ফার্সি নববর্ষ উপলক্ষে বিশ্ব বিখ্যাত এই ক্বারির সূরা হাজ্জ এবং সূরা হাক্কাহ'র এক থেকে ১২ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াতের অডিও ফাইলটি ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল।

সূরা হাজ্জে ৫ ও ৬ নম্বর আয়াতে পুনরুত্থানের কথা বলা হয়েছে,

يَا أَيُّهَا النَّاسُ إِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُضْغَةٍ مُخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِنُبَيِّنَ لَكُمْ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ وَمِنْكُمْ مَنْ يُتَوَفَّى وَمِنْكُمْ مَنْ يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْ بَعْدِ عِلْمٍ شَيْئًا وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنْزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنْبَتَتْ مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ ﴿۵

হে মানবজাতি! যদি তোমরা পুনরুত্থান সম্বন্ধে সংশয়ী হও, তবে (অনুধাবন কর) আমরা তোমাদের (প্রথমে) মাটি হতে সৃষ্টি করেছি, পরে শুক্র হতে, তারপর ঘনীভূত রক্ত হতে, অতঃপর পূর্ণাকৃতি প্রাপ্ত এবং অপূর্ণাকৃতি মাংসপি- হতে; যাতে তোমাদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করে দিই (যে, আমরা তোমাদের পুনরুত্থিত করতে সক্ষম)। এবং যাকে আমরা ইচ্ছা করি নির্দিষ্ট সময় পর্যন্ত মাতৃগর্ভে রেখে দিই, অতঃপর আমরা তোমাদের শিশুরূপে বের করি; পরে (তোমাদের জীবিত রাখি) যাতে তোমরা পরিণত বয়সে উপনীত হও। এবং তোমাদের মধ্যে কিছু সংখ্যককে সম্পূর্ণরূপে গ্রহণ (মৃত্যুদান) করা হয় এবং কিছু সংখ্যককে জরাগ্রস্ত বার্ধক্যে উপনীত হয়; যাতে তারা জ্ঞান লাভের পর সম্পূর্ণ জ্ঞানহীন হয়ে যায়। এবং তুমি ভূমিকে মৃতবৎ দেখে থাক, অতঃপর যখন আমরা তার ওপর বারি বর্ষণ করি তখন তা আন্দোলিত ও বর্ধিত হতে থাকে এবং সর্ব প্রকারের দৃষ্টিনন্দন (উদ্ভিদ) উদ্গত করে।

ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّهُ يُحْيِي الْمَوْتَى وَأَنَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿۶

এটা এজন্য যে, একমাত্র আল্লাহই সত্য এবং তিনিই মৃতদের জীবন দান করেন, আর কেবল তিনিই সর্ব বিষয়ে ক্ষমতাবান।

iqna

'মুস্তাফা ইসমাইলে'র সুললিত কণ্ঠে সূরা হাজ্জ তিলাওয়াত

captcha