IQNA

মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৪০টি দেশের অংশগ্রহণ

23:53 - March 22, 2017
সংবাদ: 2602766
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাবওয়াহ মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে ২৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


বার্তা সংস্থা ইকনা: মিশরের রাবওয়াহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৪০টি দেশের ৫২ জন প্রতিনিধি অংশগ্রহণ করার জন্য নিজেদের নাম নিবন্ধন করেছে।

এই প্রতিযোগিতা শুধুমাত্র হেফজ বিভাগে অনুষ্ঠিত হবে। মিশরের রাবওয়াহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেদেশের রাজধানী কায়রো'য় ৮ম এপ্রিলে এই প্রতিযোগিতা শুরু হবে এবং ১০ম এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।

২৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা রাখবেন মিশরের রাবওয়াহ মন্ত্রী "মোহাম্মদ মোখতার জুময়া"।

প্রতিযোগিতা উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে কুরআন হেফজ, আহকাম ও আখলাক শিক্ষার প্রতি যুবকদের উৎসাহিত করা।

iqna


captcha