IQNA

লন্ডনে অনুদিত কুরআন শরিফের প্রদর্শনী

23:53 - March 23, 2017
সংবাদ: 2602771
আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের নিউ হ্যাম অঞ্চলে বিভিন্ন ভাষায় অনুদিত কুরআন শরিফের পাণ্ডুলিপি প্রদর্শিত হয়েছে।

লন্ডনে অনুদিত কুরআন শরিফের প্রদর্শনী
বার্তা সংস্থা ইকনা: নিউ হ্যামের ইসলামিক আঞ্জুমানের পক্ষ থেকে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন ভাষায় ৫০টিরও অধিক অনুদিত কুরআন দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে।

এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে, সমাজে ইসলামের সঠিক বার্তা প্রেরণ এবং শান্তিপূর্ণ জীবনব্যবস্থার জন্য পবিত্র কুরআন অন্যতম গাইডের ওপর গুরুত্বারোপ করা।

দর্শনার্থীগণ এই প্রদর্শনী প্রদর্শন করে অনুদিত কুরআন শরিফ ক্রয় করেছেন এবং বর্তমানে চরমপন্থি দলসমূহ জিহাদের যে অপপ্রচার করছে তার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছেন।

জিহাদ সম্পর্কে দর্শনার্থীদের প্রশ্নের উত্তরে প্রদর্শনীর আয়োজক কমিটি বলেছেন, ইসলামে জিহাদের অর্থ হচ্ছে মহান আল্লাহর সম্মুখে আত্মসমর্পণ করা এবং নিজেকে একজন ভালো মানুষে পরিণত করার জন্য চেষ্টা করা।

iqna

http://iqna.ir/fa/news/3585488


captcha