IQNA

শিকাগো বিশ্ববিদ্যালয়ে "আধ্যাত্মিক" সপ্তাহ পালন

16:12 - April 21, 2017
সংবাদ: 2602926
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার ইলিনয় রাজ্যের শিকাগো বিশ্ববিদ্যালয়ে ২০শে এপ্রিল থেকে "আধ্যাত্মিক"সপ্তাহ শুরু হয়েছে। ১০ দিন ব্যাপী এই অনুষ্ঠানে ইসলাম ধর্মসহ বিভিন্ন ধর্মের শিক্ষার্থীদের মাঝে আধ্যাত্মিকতার উন্নতি সাধন করা হবে।
শিকাগো বিশ্ববিদ্যালয়ে
বার্তা সংস্থা ইকনা: "আধ্যাত্মিক সপ্তাহ" বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশেষকরে অন্যান্য ধর্মের শিক্ষার্থীদের জুমার নামাজের গুরুত্ব বোঝানোর জন্য জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়াও মুসলমানদের সম্মান প্রদর্শনের জন্য বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
চলতি বছরে "আধ্যাত্মিক সপ্তাহ" উদযাপনের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে ধর্মীয় রীতি-নীতি সম্পর্কে একে অপরকে অবগত করা।
আগামীকাল (২২শে এপ্রিল) দক্ষিণ এশিয়ার ধর্মীয় প্রথা ও শিল্পের উন্নয়নের ক্ষেত্রে হিন্দু এবং মুসলমানদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কারণ বেশ কয়েকজন হিন্দু এবং মুসলমানকে সম্মাননা প্রদর্শন করা হবে।
গঠন ও ধর্মীয় শিল্পের উন্নয়ন দক্ষিণ এশিয়ায় তাদের ভূমিকাকে
iqna



ট্যাগ্সসমূহ: আমেরিকা ، ধর্ম ، ইসলাম ، ইকনা ، হিন্দু
captcha