IQNA

কুয়েতে ৮ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী ত্বকী দ্বিতীয়

2:35 - April 22, 2017
সংবাদ: 2602929
“কুয়েত অ্যাওয়ার্ড” নামে পরিচিত ৮ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ সাইফুর রহমান ত্বকী দ্বিতীয় স্থান লাভ করেছেন।
কুয়েতে ৮ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী ত্বকী দ্বিতীয়

বার্তা সংস্থা ইকনা: কুয়েতের আওকাফ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় এবার বিশ্বের ৭০টি দেশের ১২৩ জন প্রতিযোগীর সঙ্গে ৩০ পারা হেফজ গ্রুপে অংশগ্রহণ করেন হাফেজ ত্বকী।

কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

গত ১২ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হয় গত ১৯ এপ্রিল। বিশ্বব্যাপী কুরআনের প্রচার ও প্রসারের লক্ষ্যে কুয়েতের আওকাফ মন্ত্রণালয় এ উদ্যোগ গ্রহণ করে।

হাফেজ সাইফুর রহমান ত্বকি রাজধানীর যাত্রাবাড়িস্থ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অসংখ্য কারী ও হাফেজ ছাত্রদের ওস্তাদ হাফেজ ক্বারী নেছার আহমদ আন-নাছিরি পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুর গ্রামের হাফেজ মো. বদরুল আলমের সন্তান। সূত্র: somoyerkonthosor

captcha