IQNA

কেনিয়ার হাফেজ;

আট মাসে কুরআন হেফজ করেছি/ আশা করছি ভালো পারফর্মেন্স করে নির্বাচিত হবো

23:52 - April 22, 2017
3
সংবাদ: 2602934
আন্তর্জাতিক ডেস্ক: ১০ বছর থেকে কুরআন হেফজ করতে শুরু করেছি। আমি তখন সব কিছু বাদ দিয়ে কুরআন হেফজ করা শুরু করি এবং মাত্র ৮ মাসে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছি।
আট মাসে কুরআন হেফজ করেছি/ আশা করছি ভালো পারফর্মেন্স করে নির্বাচিত হবো

বার্তা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানে অনুষ্ঠিত ৩৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কেনিয়ার ২৬ বছর বয়সী 'হিছাম সাফার আহমাদ' ইকনা'র সাথে এক সাক্ষাৎকারে বলেন: ১০ বছর থেকে কুরআন হেফজ করতে শুরু করেছি।

কুরআন হেফজের প্রতি আগ্রহের ব্যাপারে তিনি বলেন: আমি যখন কুরআন মুখস্থ করতে শুরু করি, তখন আমি অনুভব করি আমার জীবনের কিছু কর্মসূচি এর মাধ্যমেই পরিচালিত হচ্ছে। কারণ আমার পিতা-মাতা আমাকে বলেছিলেন, কুরআন উত্তম জীবন ব্যবস্থাকে দেখায়। তবে আমি কুরআন হেফজ করে বুঝতে পারি আমার গোটা জীবনেই কুরআন বিরাজ করছে এবং এক মুহূর্তের জন্য কুরআন থেকে দুরে থাকতে পরিনি। এমনকি কুরআনে হযরত মুহাম্মাদ (সা.)এর ব্যক্তিত্ব সম্পর্কে যে অলোচনা করা হয়েছে, সেগুলো আমার আদর্শ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা সম্পর্কে কেনিয়ার হাফেজ হিছাম সাফার আহমাদ বলেন: আমি মিসর, বাহরাইন, লিবিয়া এবং তানজানিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং এরমধ্যে তানজানিয়ায় প্রথম স্থানের অধিকারী হয়েছি এবং আশাবাদি ইরানের এই প্রতিযোগিতায় ভালো পারফর্মেন্স করে নির্বাচিত হবো।

ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা সম্পর্কে তিনি বলেন: অন্যান্য দেশের তুলনায় ইরানের প্রতিযোগিতার অনুষ্ঠান সুসঙ্গত এবং মানসম্পন্ন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং এজন্য আমি খুশি যে, যাদের সাথে আমি প্রতিযোগিতা করছি তাদের কুরআন তিলাওয়াত ও হেফজের মান অনেক বেশী।

প্রতিযোগিতার শ্লোগান (এক গ্রন্থ, এক উম্মত) সম্পর্কে কেনিয়ার প্রতিনিধি বলেন: এই প্রতিযোগিতার শ্লোগান শুধুমাত্র একটি শ্লোগান হিসেবেই নয় বরং এটিকে বাস্তবায়িত করতে হবে এবং দেখিয়ে দিতে হবে যে, শিয়া ও সুন্নী ভাইদের মধ্যে কোন পার্থক্য নেই। ঐশী গ্রন্থ কুরআনের ছায়াতলে তারা তাদের সহমর্মিতা ও সংহতির সাথে জীবন যাপন করছে।

ইরানের অতিথেয়তার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করে হিছাম বলেন: আমি আশাবাদী আগামী বছরগুলোই ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আবারও নিমন্ত্রণপত্র পাবো।

উল্লেখ্য, ৩৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০শে এপ্রিলে তেহরানের মুসাল্লায় শুরু হয়েছে এবং টানা ২৬শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।

iqna



প্রকাশিত: 3
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
axrnspgj
0
0
20
slrhydec
0
0
20
gwqwkerp
0
0
20
captcha