IQNA

জিয়ারতকারীদের স্বাগত জানাতে কাযেমাইন প্রস্তুত

17:51 - April 23, 2017
1
সংবাদ: 2602939
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম মুসা কাজিম (আ.) রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের (আ.) ৭ম ইমাম। ইরাকের রাজধানী বাগদাদের উপকণ্ঠে কাজামাইন শহরে এ মহান ইমামের পবিত্র মাজার অবস্থিত।
জিয়ারতকারীদের স্বাগত জানাতে কাযেমাইন প্রস্তুত

বার্তা সংস্থা ইকনা: পবিত্র রজব মাসের ২৫ তারিখ হচ্ছে ইমামতিধারার ৭ম ইমাম হযরত ইমাম মুসা কাজিম বিন জাফরের (আ.) শাহাদত দিবস। এ দিবসকে সামনে রেখে এ মহান ইমামের মাজার ইরাকের রাজধানী বাগদাদের উপকণ্ঠে কাজামাইন শহরে বর্তমানে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান ও আহলে বাইতের (আ.) ভক্তবৃন্দ শোক পালন ও আজাদারিতে মশগুল রয়েছে।

ইমাম মুসা কাযেম (আ)এর পবিত্র মাযারের কর্তৃপক্ষ গতকাল (২২শে এপ্রিল) জানিয়েছেন: ইমাম মুসা কাযিম (আ.)এর শাহাদাত বার্ষিকীর শোকানুষ্ঠান পালন করার জন্য বিগত তিন দিনে ১৯ লাখ যায়ের বাগদাদে প্রবেশ করেছেন।

সংবাদ সংস্থা সুমারিয়া এক প্রতিবেদনে উল্লেখ করেছেন: বাগদাদের অদূরে অবস্থিত ইমাম মূসা কাযিম (আ.)এর পবিত্র মাযারে তাঁর শাহাদাত বার্ষিকী পালনের জন্য বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরে প্রায় দ্বিগুণ যায়ের প্রবেশ করেছেন।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবারে ১৯ লাখের অধিক যায়ের কাযেমাইনে প্রবেশ করেছে এবং শোকানুষ্ঠানে অংশগ্রহণ ও ইমাম মুসা কাযিম (আ.)এর পবিত্র মাযার যিয়ারত করার জন্য যায়েরদের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য, ইমাম মুসা কাযিম (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতি বছর প্রায় ২০ লাখ যায়ের কায়েমাইনে প্রবেশ করেন।

যায়েরদের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার জন্য ইরাকী নিরাপত্তা বাহিনী ২৪ ঘণ্টা শোচ্যর রয়েছে।

iqna



প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
jihmghdj
0
0
20
captcha