IQNA

কুরআনের সব থেকে বড় আয়াতটি অর্থনীতি সম্পর্কে

23:43 - April 23, 2017
1
সংবাদ: 2602944
ইসলামী অর্থনীতি কখনোই আল্লাহর পথ থেকে দূরে নয় বরং তা হচ্ছে নৈতিকতা। আর এই গুরুত্বকে উপলব্ধি করে পবিত্র কুরআনের সব থেককে বড় আয়াতটিতে অর্থনীতির উপরই আলোকপত করা হয়েছে।
কুরআনের সব থেকে বড় আয়াতটি অর্থনীতি সম্পর্কে
বার্তা সংস্থা ইকনা: সূরা বাকারার ১৯৫ নং আয়াতে বলা হয়েছে: «وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ؛   আর দান কর আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ কর। আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালবাসেন।

মহান আল্লাহ অকল্যাণ সৃষ্টিকারীদের সম্পর্কে সূরা বাকারার ২০৫ নং আয়াতে বলেছেন: وَإِذَا تَوَلَّى سَعَى فِي الأَرْضِ لِيُفْسِدَ فِيِهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللّهُ لاَ يُحِبُّ الفَسَادَ   

যখন ফিরে যায় তখন চেষ্টা করে যাতে সেখানে অকল্যাণ সৃষ্টি করতে পারে এবং শস্যক্ষেত্র ও প্রাণনাশ করতে পারে। আল্লাহ ফাসাদ ও দাঙ্গা-হাঙ্গামা পছন্দ করেন না।    

ইসলাম এবং ইসলামী অর্থনীতি নৈতিকতা থেকে আলাদা নয় এসম্পর্কে সূরা বাকারার ১৯৫ নং আয়াতে বলা হয়েছে: مَّثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّئَةُ حَبَّةٍ وَاللّهُ يُضَاعِفُ لِمَن يَشَاء وَاللّهُ وَاسِعٌ عَلِيمٌ

যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মত, যা থেকে সাতটি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে একশ করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ।  

সূরা বাকারার ২৬২ নং আয়াতেও বলা হচ্ছে: যারা স্বীয় ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরপর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্টও দেয় না, তাদেরই জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোন আশংকা নেই, তারা চিন্তিতও হবে না।   

মহান আল্লাহ সূরা বাকারার ২৭৯ নং আয়াতে বলেছেন: «فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ؛ অতঃপর যদি তোমরা পরিত্যাগ না কর, তবে আল্লাহ ও তাঁর রসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। কিন্তু যদি তোমরা তওবা কর, তবে তোমরা নিজের মূলধন পেয়ে যাবে। তোমরা কারও প্রতি অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না।

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Taskin
0
0
আল কোরআনে অর্থনীতি
https://www.youtube.com/watch?v=40tL6UtYlz8
captcha