IQNA

৩৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ (ভিডিও)

2:37 - April 28, 2017
2
সংবাদ: 2602973
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানে ৩৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতায় পুরুষদের কিরাত বিভাগে প্রথম হয়েছেন ইরানের ক্বারি সাঈদ পারভিজ, দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইরাকের ফালাহ যালিফ এবং তৃতীয় হয়েছেন সুইডেনের রাহমাতুল্লাহ বাইয়াত।
৩৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ (ভিডিও)

বার্তা সংস্থা ইকনা: পুরুষদের হিফ্‌জ বিভাগে প্রথম হয়েছেন ইরানের মূসা মোতামেদি, দ্বিতীয় হয়েছেন সিরিয়ার ইয়াসির আল আহমাদ এবং সুদানের আব্দুল্লাহ মোহাম্মাদ অদাম।

নারীদের হিফ্‌জ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে ইরানের যেইনাব মোহাম্মাদনেজাদ, ইন্দোনেশিয়ার সিলুইয়া নারোদাত মনোয়ারা ও ইরাকের যেইনাব আদনান মোহাম্মাদ হাসান। এই প্রথমবারের মতো হিফ্‌জ বিভাগে নারীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

এছাড়া এ বছর দ্বিতীয় বারের মতো অন্ধদের জন্য হিফ্‌জ ও কিরাত বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিরাত বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন ইরানের মোহাম্মাদ বাহরামি, দ্বিতীয় হয়েছেন তুরস্কের আহমাদ আলী সারিকা আর তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মাদ আব্দুশ শাহিদ বাকির। হিফ্‌জ বিভাগে প্রথম স্থান অর্জনকারী হচ্ছেন আলজেরিয়ার মোহাম্মাদ আরশাদ মুরবিয়ায়ি, দ্বিতীয় হয়েছেন আব্দুল্লাহ মোহাম্মাদ নেজাদ ও তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মাদ হোসেন শাল্লাল।

এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ৮৩টি দেশের ২৭৬ জন হাফেজ ও ক্বারি অংশ নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশের প্রতিযোগী ছিলেন ছয় জন। এবারের প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ১৬ জন বিখ্যাত বিদেশি ক্বারি ও হাফেজ। এছাড়া বিচারক কমিটিতে ২৪ জন ইরানি ক্বারি ও হাফেজও ছিলেন।

প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণের ভিডিওটি ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল:

iqna


৩৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ


প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
wlmmltbj
0
0
20
Jaylene
0
0
The Zune coneentratcs on being a Portable Media Player. Not a web browser. Not a game machine. Maybe in the future it’ll do even better in those areas, but for now it’s a fantastic way to organize and listen to your music and videos, and is without peer in that regard. The iPod’s strengths are its web browsing and apps. If those sound more compelling, perhaps it is your best choice.
captcha