IQNA

ইথিওপিয়ার মুসলমানদের সমবতে হওয়ার স্থান তুর সিনা মসজিদ

ইথিওপিয়ার ভিলু অঞ্চলে অবস্থিত তুর সিনা মসজিদটি সেদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। সেদেশের বিখ্যাত এই মসজিদটি বাঁশ এবং কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে। 'তুর সিনা' মসজিদটি সেদেশের একটি ঐতিহাসিক ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পদ হিসেবে প্রসিদ্ধ। তুর সিনা মসজিদটি ১৯৪৩ সালে ইথিওপিয়ার অধিবাসী "শেখ মাহমুদ উসমান" নির্মাণ করেন।
captcha