IQNA

অস্ট্রেলিয়ায় চার হিজাবী নারীর উপর হামলা

23:51 - May 12, 2017
2
সংবাদ: 2603073
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার 'নিউ সাউথ ওয়েলস' প্রদেশে "দ্য সিডনি" প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মুখে এক ইসলাম বিদ্বেষী নারী চার জন হিজাবী নারীর উপর হামলা করে।
১৫ই শাবানের ফজিলত ও তাতপর্য

বার্তা সংস্থা ইকনা: ইসলাম বিদ্বেষী নারীর হামলা ফলে 'হান্নানা মোরহাব' নামক এক শিক্ষার্থীর মুখ আঘাতপ্রাপ্ত হয়। এ ব্যাপারে হান্নান্ন মোরহাব বলেন: আমরা বিশ্ববিদ্যালয় হতে বাহিরে বের হচ্ছিলাম। ঠিক গেটের কাছেই ঐ নারী আমাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসে এবং আমার মুখে আঘাত করার পর আমার বাকী তিন বান্ধবীর উপরও আঘাত করে।
হিজাবী নারীদের অপমান এবং তাদের ওপর হামলা করার অভিযোগে গতকাল ঘাতক নারীকে সিডনির একটি স্থানীয় আদালতে বিচার করা হয়।
অস্ট্রেলিয়ার ইসলাম বিদ্বেষী ঘটনা বিষয়ক অর্গানাইজেশন এ ব্যাপারে বলে: এই ঘটনা শুনে আমরা বিস্মিত হয়েছি এবং এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পর্যবেক্ষণ করছি।
প্রত্যক্ষদর্শী 'কিস আল-মু'মেনী ফেসবুকে তার ব্যক্তিগত পেজে এক বার্তায় লিখেছেন: আশাকরছি যারা ইসলাম বিদ্বেষীদের হাতে আহত হয়েছেন তাদের সাহায্য করার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এগিয়ে আসবে এবং এই বিশ্ববিদ্যালয় সকলের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হবে।
iqna




প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
xrfwycji
0
0
20
ytdnejrx
0
0
20
captcha