IQNA

পুনরায় প্রেসিডেন্ট হিসেবে হাসান রুহানির বিজয়

22:11 - May 20, 2017
সংবাদ: 2603110
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণের ৫৭ শতাংশ ভোট পেয়ে ড. হাসান রুহানী পুনরায় সেদেশের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রাহমানি ফাজলি আজ (শনিবার) বেলা ২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, ইরানের ৫ কোটি ৬৫ লাখ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪ কোটি ১২ লাখ ২০ হাজার ১৩১ জন। এবারের নির্বাচনে প্রায় ৭৩ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ড. হাসান রুহানী ৫৭ শতাংশ তথা তিনি ২ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৬১৬ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন।
এছাড়াও সাইয়্যেদ ইব্রাহীম রায়িসী ৩৮.৫ শতাংশ ভোট তথা ১ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন।
মোস্তফা মীরসালিম পেয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ২১৫ ভোট এবং মোস্তফা হাশেমি তাবা পেয়েছেন ২ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট।
এদিকে, পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আজ স্থানীয় সময় বিকেল ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর ভাষণ প্রচার করা হবে।
গতকাল ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় এবং নজিরবিহীন ভোটার উপস্থিতির কারণে তিন দফা সময় বাড়িয়ে তা রাত ১২টায় শেষ হয়।

http://iqna.ir/fa/news/3601375




captcha