IQNA

সন্ত্রাসীদের গডফাদারের দেশে ইসলাম বিদ্বেষী ব্যবসায়ীর তলোয়ার নৃত্য

22:01 - May 21, 2017
সংবাদ: 2603114
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সৌদি সফরের প্রধান উদ্দেশ্য হিসেবে বিশ্বকে সন্ত্রাসীদের বিরুদ্ধে একত্রিত করা এবং ইরানকে প্রতিরোধ করা হবে বলে ঘোষণা করেছে।

বার্তা সংস্থা ইকনা: মার্কিন প্রেসিডেন্ট ২০শে মে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী "রেক্স টিলারসন", ট্রাম্পের স্ত্রী "মেলানিয়া ট্রাম্প" ও পরিবাদের অনন্য সদস্যদের নিয়ে রিয়াদে প্রবেশে করেছে।

রিয়াদ সফরে সৌদি আরবের সঙ্গে ১১ হাজার কোটি ডলারের বিশাল অস্ত্র চুক্তি করার পর সৌদি রাজপ্রাসাদে ঐতিহ্যবাহী তলোয়ার নৃত্যে অংশ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তিকে এ যাবতকালের সবচেয়ে একক বড় অস্ত্র চুক্তি বলা হচ্ছে।

সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ এবং রাজপরিবারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও এ নৃত্যানুষ্ঠানে আরো অংশ নেয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং বাণিজ্যমন্ত্রী উইলবার রস। নাচের অনুষ্ঠানে যোগ দেয়ার আগে ট্রাম্প ১১ হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির পাশাপাশি ২৫ হাজার কোটি ডলারের অন্য চুক্তিও করে।

চুক্তির অর্থমূল্য সম্পর্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, গতকাল (শনিবার) যে চুক্তি হয়েছে তার মোট পরিমাণ ৩০ হাজার ৮০০ কোটি ডলারের বেশি হবে।

অস্ত্র চুক্তি সম্পর্কে হোয়াইট হাউজের মুখপাত্র সিন স্পাইসার টুইটারে দেয়া এক পোস্টে বলেছে, এটা হচ্ছে আমেরিকার অস্ত্র বিক্রির ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি।

চুক্তি সইয়ের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে, "এটা ছিল অসাধারণ একটা দিন। সৌদি সরকার অসাধারণ বিনিয়োগ করবে আমেরিকায়। হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করবে তারা এবং এতে চাকরি, চাকরি আর চাকরি সৃষ্টি হবে।

iqna

সন্ত্রাসীদের গডফাদারের দেশে ইসলাম বিদ্বেষী ব্যবসায়ীর তলোয়ার নৃত্য

captcha