IQNA

ইমাম মাহদীর সবার মাঝে সমানভাবে সম্পদ বন্টন করবেন

22:25 - May 21, 2017
সংবাদ: 2603118
কায়েমে আলে মুহাম্মদ (আ.)-এর হুকুমতের আরও একটি বড় সাফল্য হচ্ছে অধিক কল্যাণ ও বরকত৷ তাঁর হুকুমতের বসন্তে সর্বত্র সবুজ-শ্যামল ও সাচ্ছন্দময় হয়ে উঠবে৷ আকাশ থেকে বৃষ্টিবর্ষিত হবে এবং মাটি থেকে ফসল উৎপন্ন হবে ও ঐশী বরকতে ভরপুর হয়ে যাবে৷
বার্তা সংস্থা ইকনা: ইমাম বাকের (আ.) বলেছেন: ইমাম মাহদী (আ.) সবার সাথে সমান আচরণ করবেন যার ফলে সমাজে আর কোন যাকাত প্রাপ্ত লোকের সন্ধান পাওয়া যাবে না (বিহারুল আনওয়ার, ৫১তম খণ্ড, পৃ.-৩৯০)৷

ইমাম আলী (আ.) বলেছেন: ولو قد قائمونا لانزلت السماء قطرها و لاخرجت الارض نبتها আমাদের কায়েম যখন কিয়াম করবে তখন আকাশ উদারভাবে বৃষ্টি দিবে এবং মাটিও উদারভাবে ফসল দান করবে (বিহারুল আনওয়ার ১০ম খণ্ড, পৃ.-১০৪, খিসাল ৬২৬)৷

ইমাম জাফর সাদিক (আ.)বলেছেন: মহান আল্লাহ তাঁর কারণে আকাশে ও মাটিতে বরকতের বন্যা বইয়ে দিবেন৷ আকাশথেকে রহমতের বৃষ্টি বর্ষিত হবে এবং মাটি থেকে ফসল উৎপন্ন হবে (গাইবাতে তুসী, হাঃ ১৪৯, পৃ: ১৮৮)৷

ইমাম বাকের (আ.) বলেছেন: اذا قام قائم اهل البيت قسم بالسوية و عدل فی الرعية রাসূল (সা.)-এর আহলে বাইতের কায়েম যখন কিয়াম করবেন সম্পদের সঠিক বণ্টন করবেন এবং সবার সাথে ন্যায়ভিত্তিক আচরণ করবেন (গাইবাতে নোমানি, বাব ১৩, হাঃ ২৬, পৃ.-২৪২)৷

ইমাম মাহদী (আ.)-এর সময়ে সাম্য ও সৌহার্দ প্রতিষ্ঠিত হবে এবং সকলেই তাদের ঐশী ও মানবিক অধিকার প্রাপ্ত হবে৷

রাসূল (সা.) বলেছেন: আমি তোমাদেরকে মাহদীর সুসংবাদ দান করছি৷ আমার উম্মতে তার আগমন ঘটবে, সে সম্পদের সঠিক বণ্টন করবে৷ একজন সাহাবি জিজ্ঞাসা করল: তার অর্থ কি? রাসূল (সা.) বললেন: অর্থাৎ মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করবে (বিহারুল আনওয়ার, ৫১তম খণ্ড, পৃ.-৮১)৷

এই সাম্যের ফলাফল হচেছ সমাজ থেকে দরিদ্রতা দূরীভূত হবে এবং শ্রেণী বৈষম্য দূর হয়ে যাবে৷

captcha