IQNA

কিছুই অর্জিত হয় নি রিয়াদ সম্মেলনে

23:26 - May 22, 2017
সংবাদ: 2603122
আন্তর্জাতিক ডেস্ক: রিয়াদে কিছু আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ সম্মেলন মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য কোনো অর্জন ছাড়াই শেষ হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: সম্মেলনে আরব-মুসলিম ও মার্কিন কর্মকর্তারা সন্ত্রাসবাদ প্রতিহত করার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার উপায় নিয়ে আলোচনা করেছেন বলে সম্মেলন শেষে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

সম্মেলনে অংশগ্রহণকারীরা ইরাক ও সিরিয়ায় জঙ্গিবাদ বিরোধী যুদ্ধে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য ৩৪,০০০ রিজার্ভ সেনা মোতায়েনের পরিকল্পনার প্রতি সমর্থন ঘোষণা করেছেন।

সম্মেলনে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা ও দমন অভিযান নিয়ে কোনো প্রস্তাব পাস তো দূরের কথা কেউ টু শব্দটি পর্যন্ত করেননি। সম্মেলনে কাতার, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ ৫০টির বেশি আরব ও মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেন।

ইরাকি সংসদ সদস্যরা রিয়াদ সম্মেলনকে আরব ও মুসলিম বিশ্বের জন্য ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। ইরাকি সংসদ সদস্য হাসান সালিম এ সম্পর্কে বলেছেন, সন্ত্রাসবাদের প্রতি সমর্থন এবং মধ্যপ্রাচ্যের জাতিগুলোকে দমন করার অসৎ উদ্দেশ্যে রিয়াদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  এ ছাড়া, এ সম্মেলন থেকে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সৌদি আরবের প্রতি সমর্থন ঘোষণা করা হয়েছে।

এমন সময় রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠিত হলো যখন আমেরিকা ও সৌদি আরব এ অঞ্চলের বহু সমস্যা রাজনৈতিক উপায়ে সমাধান করতে ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে দারিদ্র পীড়িত ইয়েমেনের নিরপরাধ জনগণের ওপর সৌদি আরবের পাশবিক বিমান হামলাকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা। এ ছাড়া, ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসীদের প্রতি ওয়াশিংটন ও রিয়াদ নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
iqna
captcha