IQNA

এ ধরনের লোকরা সর্বদা বঞ্চিত ও অপমানিত হয়

23:37 - May 22, 2017
সংবাদ: 2603125
লোভী মানুষ দু’টি উৎকৃষ্ট গুণ হতে বঞ্চিত, ফলশ্রুতিতে সে দু’টি দোষের অধিকারী। এক. সে জীবনে পরিতৃপ্ত হওয়া থেকে বঞ্চিত, ফলে সে জীবন থেকে প্রশান্তিকে হাতছাড়া করেছে, দুই. লোভী যেহেতু সন্তুষ্টি হতে বঞ্চিত; ফলে সে অপরের বিশ্বাসকে খুইয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন, লোভি মানুষরা সর্বদা বঞ্চিত হয়। এছাড়াও তারা যাই করে তাতেই তাদের বদনাম হয়। কেনইবা তারা বঞ্চিত হবে না, কেননা তারা আল্লাহর দাসত্ব থেকে পলায়ন করেছে।

رسولُ اللّهِ صلى الله عليه و آله: «الحَريصُ مَحْرومٌ، و هُو مَع حِرْمانِهِ مَذْمومٌ في أيِّ شيءٍ كانَ، و كيفَ لا يكونُ مَحروما و قَد فَرَّ مِن وَثاقِ اللّهِ؟!»

লোভ মানুষের অধপতনের অন্যতম কারণ হিসেবে পরিগণিত হয়। লোভ একটি নৈতিক ত্রুটি। লোভ মানুষের জীবন থেকে সুখ কেড়ে নেয়। লোভী মানুষ আল্লাহতায়ালার কোনো নিয়ামতের শোকরিয়া আদায় করে না, বরং আল্লাহ তাকে যা দান করেছেন তার চেয়ে সে আরও অনেক বেশি কিছু চায়। যদি সেটা পূর্ণ হয়ে যায়- তাহলে সে আবার নতুন করে আরেক জিনিসের প্রতি দৃষ্টি দেয়।

আল্লাহর রাসূল (সা.) বলেছেন: জেনে রাখ! ভয়, কৃপণতা ও লোভ একই প্রকারের। আর তাদের মূলে হলো খারাপ ধারণা পোষণ করা।

captcha