IQNA

ইমাম মাহদীর প্রতি ভালবাসা কিভাবে তার আবির্ভাবের পটভূমি হতে পারে

11:11 - June 25, 2017
সংবাদ: 2603323
আমরা যে পরিমাণ ইমাম যামানকে ভালবাসি সেই পরিমাণ যদি ইমাম মাহদীর মনের মত হওয়ার চেষ্টা করি তাহলে ইমাম মহদীর আবির্ভাব ত্বরান্বিত হবে। ইমাম মাহদীর আবির্ভাবের জন্য যেভাবে প্রতীক্ষা করি সেইভাবে যদি নিজেকে সংশোধন করার চেষ্টা কির তাহলে তার আবির্ভাব ঘটবে।
ইমাম মাহদীর প্রতি ভালবাসা কিভাবে তার আবির্ভাবের পটভূমি হতে পারে
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: দীর্ঘ ১২ শত বছর পার হওয়ার পরও আমরা ইমাম মাহদীর সাথে নিজেদের সম্পর্কটাকে মজবুত করতে পারি নি। অন্তর্ধানের যুগের আমাদের কি কর্তব্য এবং কিভাবে ইমাম মাহদীর আবির্ভাবের প্রেক্ষাপট রচনা করতে হবে তা নিয়েও আমরা ভাবি না।

সামনে আমাদের দুটি ভবিষ্যৎ রয়েছে: ১। ইমাম মাহদীর আবির্ভাব বাস্তবায়ন হওয়া। যা আমাদের সবার কাম্য এবং এর মধ্যেই আমাদের সুখ শান্তি নিহিত রয়েছে।

২। আবির্ভাব না ঘটা এবং তার দূরবর্তী হওয়া। এ ক্ষেত্রে আমাদের কর্তব্য হচ্ছে ঠিকমত কর্মসূচী হাতে নেয়া। যাতে ইমামের আবির্ভাব নিকটবর্তী হয়।

আমরা যেভাবে ইমাম মাহদীর অপেক্ষা করি ঠিক সেভাবেই সমাজের সংস্কারের জন্য কাজ করতে পারি। আমরা চাই ইমাম মাহদী এসে দুনিয়াকে শান্তিময় করবেন, আমরাও সমাজ সংশোধন করে সেই পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতে পারি।

আমরা যেভাবে ইমাম মাহদীর আবির্ভাবের জন্য চেষ্টা করি ঠিক সেই ভাবে নিজেকে পবিত্র করার চেষ্টা করতে পারি। শাবিস্তান
captcha