IQNA

হজে "প্রত্যেক হাজির একটি করে কুরআন" প্রকল্প + ছবি

23:57 - August 17, 2017
সংবাদ: 2603648
আন্তর্জাতিক ডেস্ক: মসজিদুল হারাম এবং মসজিদুল নাবাবির গ্রন্থ ও পাণ্ডুলিপি প্রিন্টিং অফিসের পক্ষ থেকে "প্রত্যেক হাজির একটি করে কুরআন" প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পটি বাইতুল হারাম থেকে শুরু করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: মসজিদুল হারাম এবং মসজিদুল নাবাবির গ্রন্থ ও পাণ্ডুলিপি প্রিন্টিং অফিসের পরিচালক 'শাইখ আলী ইবনে হামেদ আন-নাফেয়ী' বলেন: এই সংস্থার পক্ষ থেকে "হাজিদের সেবা আমাদের সম্মানের পদক" ক্যাম্পেইনের বাস্তবায়নের মাধ্যমে "প্রত্যেক হাজির একটি করে কুরআন" প্রকল্প চালু করা হয়েছে।
তিনি বলেন: এই নিয়ে পঞ্চমবারের মতো এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক হাজিকে পবিত্র কুরআনের একখণ্ড পাণ্ডুলিপি হাদিয়া দেওয়া হচ্ছে, যাতে করে তার উক্ত পাণ্ডুলিপিটি হজ চলাকালীন সময় নিজেদের নিকটে রাখতে পারে।
নাফেয়ীর বর্ণনা অনুযায়ী, মসজিদুল হারাম এবং মসজিদুল নাবাবির গ্রন্থ ও পাণ্ডুলিপি প্রিন্টিং অফিসের পক্ষ থেকে হাজীদের অন্যান্য সেবা প্রদান করা হবে এবং তাদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হবে।
iqna

ট্যাগ্সসমূহ: মসজিদ ، হাজি ، হারাম ، ইকনা
captcha