IQNA

বিশ্বে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করছে আমেরিকা: আয়াতুল্লাহ খাতামি

22:17 - August 18, 2017
সংবাদ: 2603649
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, বিশ্বে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করছে আমেরিকা। তিনি বলেন, অন্য দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের কথা বলার অধিকার নেই এবং লজ্জা থাকলে তারা এ বিষয়ে কোনো কথা বলতো না।
বিশ্বে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করছে আমেরিকা: আয়াতুল্লাহ খাতামি
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্টের মানবাধিকার বিরোধী অবস্থানের উদাহরণ তুলে ধরতে গিয়ে দেশটির ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লটসভিলে সহিংসতা ও শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের মিছিলের কথা উল্লেখ করেন। সেখানে বর্ণবাদী তৎপরতার সরাসরি নিন্দা না জানিয়ে ট্রাম্প উল্টো বলেছেন, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের মিছিলে কিছু ভালো লোকও ছিল।

তেহরানের জুমা নামাজের খতিব আফগানিস্তান ও স্পেনে দায়েশের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, দায়েশ হচ্ছে আমেরিকার মদদপুষ্ট। পশ্চিমা দেশগুলোর নাগরিকদের উচিত সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের পথ থেকে সরে আসতে নিজ নিজ সরকারকে বাধ্য করা।

সিরিয়ায় দায়েশের হাতে ইরানের একজন সামরিক উপদেষ্টার শাহাদাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে। দায়েশকে নির্মূল করা জরুরি হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

আয়াতুল্লাহ খাতামি আরও বলেন, আমাদেরকে আল্লাহর সাথে লেনদেন করতে হবে। কেননা প্রতিটি লেনদেনে লাভ এবং লোকসান আছে কিন্তু আল্লাহর সাথে লেনদেনে শুধু ভাল ছাড়া আর কিছুই নেই।

সূরা বাকারাহ'র ২০৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন: وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاةِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ

কিন্তু মানুষের মধ্যে অনেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে। আল্লাহ তার বান্দাদের প্রতি দয়াশীল।

মুমিন হল কাজে বিশ্বাসী। মুমিন আল্লাহর সাথে লেনদেন করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সচেষ্ট থাকে, কিন্তু মুনাফিকরা পার্থিব বিষয়ের সাথে লেনদেন করে এবং তারা মানুষের সন্তুষ্টির প্রত্যাশায় রয়েছে।

যখন মক্কার মুশরিকরা রাতের বেলায় রাসূল (সা.) এর ঘরে হামলা করে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়, তখন আল্লাহর রাসূল ওহীর মাধ্যমে তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত হন এবং মক্কা থেকে চলে যাবার সিদ্ধান্ত নেন। রাসূল (দঃ) তাঁর ঘরে নেই এটা যাতে শত্রুরা বুঝতে না পারে সে জন্যে হযরত আলী আল্লাহর রাসূলকে রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করার পদক্ষেপ নেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে সূরা বাকারার ২০৭ নম্বর আয়াত নাজিল হয়। ইতিহাসে এই রাত লাইলাতুল মাবাইত বা উন্মুক্ত আকাশের নীচে রাত্রিযাপন নামে বিখ্যাত।
iqna


captcha