IQNA

মসজিদ সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র বিন্দু

22:52 - August 18, 2017
সংবাদ: 2603651
মসজিদ পৃথিবীতে আল্লাহর ঘর হিসেবে পরিচিত; মসজিদে নিয়মিত যাতায়াতকারী ঈমান সুদৃঢ় হয়; ফলে সে শয়তানি প্ররোচনা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে নিজেকে নিরাপদ রাখতে পারে। কাজেই মসজিদ শুধু ধর্ম চর্চা নয়, বরং যাবতীয় কার্যক্রমের কেন্দ্র বিন্দু হওয়া উচিত
মসজিদ সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র বিন্দু
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মসজিদ সমাজের মানুষের মাঝে ধর্ম চর্চার বিস্তার এবং ন্যায় কাজের আদেশ ও অন্যায় কাজ হতে বিরত রাখার সংস্কৃতির প্রসার ঘটায়। আর ন্যায় কাজের আদেশ ও অন্যায় কাজ হতে বিরত রাখার সংস্কৃতির প্রবর্তনকারী হলেন স্বয়ং নবী-রাসূলগণ (আ.)। তাদের আগমনের অন্যতম প্রধান উদ্দেশ্যই এ সংস্কৃতিকে মানুষের মাঝে ছড়িয়ে দিয়া।

এ সম্পর্কে ইমাম মুহাম্মাদ বাকের (আ.) থেকে বর্ণিত একটি হাদীসে উল্লেখ করা হয়েছে যে, নিশ্চয় ন্যায় কাজের আদেশ ও অন্যায় কাজ হতে বিরত রাখার প্রথা হচ্ছে নবী-রাসূলদের (আ.) পন্থা এবং আওলিয়াগণের আদর্শ। এটি এমনই এক গুরুত্বপূর্ণ বিধান যার বদৌলতে ইসলামের মৌলিক বিধানসমূহ সুপ্রতিষ্ঠিত হয়।… সুতরাং যদি কোন সমাজের লোকদের মাঝে পরস্পরকে ন্যায় কাজের প্রতি আদেশ ও অন্যায় কাজ হতে বিরত থাকার উপদেশের প্রচলন ঘটে, সে সমাজে আল্লাহর বিধানাবলী অতি সহজে বাস্তবায়ন করা সম্ভব হয়। আর যারা মসজিদে যাতায়াত করে, তারা নিজেদের মধ্যে এ গুরুত্বপূর্ণ প্রথাটির বাস্তবায়ন ঘটাতে পারে। শাবিস্তান
captcha