IQNA

ইন্দোনেশিয়ায় কুরআন ও হাদীস অধ্যয়নের উপর আন্তর্জাতিক সম্মেলন

0:08 - August 19, 2017
সংবাদ: 2603657
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানীতে কুরআন ও হাদীস অধ্যয়নের উপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইন্দোনেশিয়ায় কুরআন ও হাদীস অধ্যয়নের উপর আন্তর্জাতিক সম্মেলন
বার্তা সংস্থা ইকনা: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় কুরআন ও হাদীস অধ্যয়নের উপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনটি অঅগামী অক্টবরে অনুষ্ঠিত হবে।

সম্মেলনটি শরীফ হেদায়াতুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। যার মূল বিষয়বস্তু হচ্ছে: বর্তমান পরিস্থিতি ও কুরআন ও হাদীসের অধ্যয়নের (স্টাডিজ)উন্নয়ন।

মুসলিম আলেমগণ কুরআন ও হাদিসকে সমাজের প্রয়োজন মেটানোর খোরাক হিসাবে উল্লেখ করেছেন।

কুরআন মানবজাতির জন্য হেদায়াত

আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন কীভাবে পরিচালিত হবে, তার প্রতিটি বিষয় কুরআনে বর্ণনা করা হয়েছে। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন: আমি তোমার নিকট কিতাবটি নাজিল করেছি। এটি এমন যে তা সবকিছুর সুস্পষ্ট বর্ণনা, আর এটা হেদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ।(সূরা আননাহল: ৮৯)।

কুরআন জ্ঞান-বিজ্ঞানের উৎস :

কুরআন মাজীদ সকল জ্ঞান-বিজ্ঞানের উৎস। এবং কুরআন যে নির্দেশনা দিয়েছে তা নির্ভুল ও বাস্তবভাবে প্রমাণিত হয়েছে। কুরআনে এরশাদ হচ্ছে, ইয়া-সীন। বিজ্ঞানময় কুরআনের শপথ। ( ইয়াছিন:১-২)

iqna


captcha