IQNA

স্পেনের বার্সেলোনায় সন্ত্রাসী হামলার নিন্দা জানালো হিজবুল্লাহ

0:11 - August 19, 2017
সংবাদ: 2603658
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের মূল উদ্দেশ্য হচ্ছে পবিত্র ইসলাম ধর্মকে কলঙ্কিত করা। দায়েশ গোষ্ঠী আইএস ও আইএসআইএল নামেও পরিচিত।
স্পেনের বার্সেলোনায় সন্ত্রাসী হামলার নিন্দা জানালো হিজবুল্লাহ

বার্তা সংস্থা ইকনা: স্পেনের বার্সেলোনায় দায়েশ বা আইএসআইএলের হামলার নিন্দা জানিয়ে দেয়া বিবৃতিতে এ কথা বলেছে হিজবুল্লাহ। সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়েছে, দায়েশ পবিত্র জিহাদের সংজ্ঞা বিকৃত করার মিশনে নেমেছে এবং তারা এ লক্ষ্যেই কাজ করছে।

এতে আরও বলা হয়েছে: ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে দায়েশ যেসব সন্ত্রাসী হামলা চালাচ্ছে তার সবই ইসলামকে কংল্কিত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই করা হচ্ছে।

হিজবুল্লাহ আরও বলেছে: সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং সন্ত্রাসীদের অপরাধযজ্ঞ বন্ধের লক্ষ্যে প্রথমেই সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদের ওপর চাপ বাড়াতে হবে।

iqna


captcha