IQNA

ইরানের তরুণরা সব বাধা জয় করতে সক্ষম: সর্বোচ্চ নেতা

18:50 - September 03, 2017
সংবাদ: 2603743
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শিক্ষিত, বিচক্ষণ, সাহসী ও অক্লান্ত পরিশ্রমী জনশক্তি কাজে লাগিয়ে সব বাধা জয় করা সম্ভব। আজ (রোববার) খাতামুল আম্বিয়া (সা.) বিমান প্রতিরক্ষা ঘাঁটির কর্মকর্তা-কর্মচারীদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।
ইরানের তরুণরা সব বাধা জয় করতে সক্ষম: সর্বোচ্চ নেতা
বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা বলেন, ইরানের সমস্যা সমাধানের জন্য দেশের তরুণদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে। ইরানের যোগ্য তরুণরা দেশে-বিদেশে আমাদের গর্ব।

সামরিক কমান্ডারদের তিনি আরও বলেন, "আপনারা আগের মতোই নিজেদের তৎপরতা অব্যাহত রাখুন এবং নতুন নতুন উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভরতার দিকে এগিয়ে যান।"

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এ সময় খাতামুল আম্বিয়া (সা.) বিমান প্রতিক্ষা ঘাঁটির বিভিন্ন কাজের প্রশংসা করে বলেন, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে খাতামুল আম্বিয়া ঘাঁটির অবস্থান হচ্ছে  ফ্রন্ট লাইনে। এ ঘাঁটিটি এ পর্যন্ত দেশ রক্ষায় অনেক ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
captcha