IQNA

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্য 'কুৎসিত' ও 'বোকামিপূর্ণ': সর্বোচ্চ নেতা

17:22 - September 21, 2017
সংবাদ: 2603884
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী জাতিসংঘের সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী বক্তব্যকে কুৎসিত, বোকামিপূর্ণ এবং ডাহা মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছেন।
জাতিসংঘে ট্রাম্পের বক্তব্য 'কুৎসিত' ও 'বোকামিপূর্ণ': সর্বোচ্চ নেতা
পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আজ (বৃহস্পতিবার) রাজধানী তেহরানে অনুষ্ঠিত ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে আয়াতুল্লাহ খামেনি এসব মন্তব্য করেন।

সর্বোচ্চ নেতা বলেন, "জাতিসংঘে ট্রাম্পের বক্তব্য মার্কিন জাতির জন্য কোনো গর্ব বয়ে আনে নি। এ ধরনের প্রেসিডেন্ট পাওয়ার জন্য অভিজাত মার্কিন জনগণের লজ্জিত হওয়া উচিত। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট গ্যাংস্টার এবং রাখাল বালকে মতো যেসব বোকামিপূর্ণ, খুবই কুৎসিত এবং ভয়ানক বক্তব্য দিয়েছেন তা চরম মিথ্যাচার, আতঙ্ক এবং স্বল্প মস্তিষ্ক প্রসূত চিন্তায় পরিপূর্ণ।"  

তিনি বলেন, "এই অঞ্চলে ওয়াশিংটন তার এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ার কারণেই ট্রাম্প রেগে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সর্বোচ্চ নেতা বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সক্রিয় উপস্থিতি এবং প্রভাবের কারণেই এ অঞ্চলে আমেরিকা এবং তার ঘনিষ্ঠ মিত্র ইহুদিবাদী ইসলাইলের ষড়যন্ত্র এবং অশুভ ইচ্ছার বাস্তবায়ন ব্যর্থ হয়েছে। আর এসবই হচ্ছে ওয়াশিংটনের ক্ষোভের প্রধান কারণ।"

আয়াতুল্লাহ খামেনেয়েী বলেন, "মার্কিনীরা অনেক বছর ধরেই ইরাক সিরিয়া এবং লেবাননকে টার্গেট করে সেখানে পশ্চিম এশিয়ার জন্য একটি 'নতুন মধ্যপ্রাচ্য' এবং 'বৃহৎ মধ্যপ্রাচ্য' গড়ে তোলার ব্যাপারে অপচেষ্টা চালিয়ে আসছে। কিন্তু এই তিন দেশেই আমেরিকা পরাজিত হয়েছে।
captcha