IQNA

আশুরা বিপ্লবের গুরুত্ব ও তাৎপর্য

0:27 - September 30, 2017
সংবাদ: 2603953
কারবালায় ইমাম হোসাইন (আঃ) এর শাহাদাত ছিলো শয়তানী শক্তির বিরুদ্ধে, দুনিয়ার ফ্যাসাদকারীদের বিরুদ্ধে, আল্লাহ তায়ালার আনুগত্য ত্যাগকারীদের বিরুদ্ধে, সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে, বায়তুলমালকে নিজেদের সম্পদ মনেকরাকারীদের বিরুদ্ধে, হারামকে হালাল মনেকরাকারীদের বিরুদ্ধে, হক এর পক্ষে এবং বাতিলের বিরুদ্ধে।
আশুরা বিপ্লবের গুরুত্ব ও তাৎপর্য

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আশুরার তাৎপর্য বহুমুখী। বহু ঘটনার সম্পৃক্ত আশুরাকে বহুমাত্রিক তাৎপর্য দিয়েছে, কারবালার স্মৃতিকে তুলে ধরেছে ভিন্ন মাত্রায়, ব্যতিক্রম ভাষায় ও আঙ্গিকে।

জান্নাতে যুবকদের নেতা ইমাম হুসাইন (আ.) এর শাহাদাতের দর্শন ও শিক্ষার ভেতর আশুরার যে ইতিহাস সেটিই মুখ্য। তাই ইমানদারদের হৃদয়ে সতত প্রতিধ্বনিত হয় প্রতিটি ভূমিই কারবালা প্রতিদিন আশুরা। যা বস্তুগত চিন্তাধারার জড়বাদী, ভোগবাদী মনে কোন প্রভাব ফেলেনা। কারবালার মাটি থেকে উত্থিত আহজারী ও আহ্বান শোনার জন্য প্রয়োজন হোসাইনী হৃদয় সত্যের সাক্ষ্যদাতার বলিষ্ঠ মন ও দৃঢ়চিত্ত। কারবালার মাটিতে সত্য মিথ্যার যে অসম লড়াই হয়েছিল, হিজরী ৬১ সাল থেকে প্রতিনিয়ত তা আমাদের হৃদয়কে দলিত মথিত করে শোকের মাতম উপচিয়ে শক্তির যোগান দেয়।

সত্য মিথ্যার দ্বন্দ্বের প্রতীকের নাম আশুরা। কারবালা, মহররম, আশুরা যেমন সত্যের মাপকাঠি তেমনি মিথ্যার ধ্বজাধারী হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে ইয়াজিদ। ইয়াজিদ এখন কোন ব্যক্তির নাম নয় বরং অভিসম্পাত ও পাপ করতে করতে এটি এখন শয়তানী চক্রের প্রতিশব্দ মাত্র।

ইসলামী প্রতিষ্ঠার মৌলিক চেতনা হচ্ছে প্রতিটি মোমিনের হৃদয়ে দায়িত্বের আপোষহীন চৈতন্য জাগিয়ে দেয়া। সেই দায়িত্বই হচ্ছে ইমাম হুসাইন (আ.) এর মত সর্বোচ্চ ত্যাগে নিজেকে প্রস্তুত করা এবং সময়ের প্রয়োজনে আপোষহীন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। জয় পরাজয় সাফল্য ব্যর্থতা নিরূপণের দায় দায়িত্ব সত্যপন্থীদের নয়, সত্যের সৈনিকদের কর্তব্য হলো বাতিলের ওপর সত্যের বিজয় প্রমাণিত করা। কোরআনের দৃষ্টিতে বিজয় হলো সকল অবস্থায় যথাযথভাবে স্বীয় দায়িত্ব পালন করা। ইমাম হুসাইন (আ.) এ পথের একমাত্র উদাহরণ। এটা ছিল এমন এক আত্মোৎসর্গের পথ যেটি চিহ্নিত হয়েছে সত্য ও মিথ্যাকে পরখ করার মানদণ্ড হিসাবে।

ইমাম হুসাইনের(আ.) রক্ত প্রতিনিয়ত ঈমানী চেতনার দুয়ারে আঘাত হানে আর ডাক দিয়ে যায় আল্লাহর পথে অবিচল থাকতে, দ্বীনকে জাহেলিয়াত মুক্ত রাখতে এবং বিজয়ের আসনে সমাসীন করতে সামান্যতম আপোষ মানবে না, সূক্ষ্ম বিচ্যুতিকেও হজম করবে না, বিকৃতি, বিচ্যুতি এবং নির্যাতনের ধারা যেরূপেই আবির্ভূত হোক স্বীকৃতি দেবে না। আশুরাই ইসলামী বিপ্লবকে তরান্বিত করতে পারে; প্রত্যক্ষ ভূমিকা পালন করতে পারে। তাই আশুরার তাৎপর্য ও গুরুত্ব মুসলিম উম্মাহর জন্য অপরিহার্য। শাবিস্তান
captcha