IQNA

জাইনিস্ট সুপ্রিম কোর্টের নির্দেশ;

আল-আকসা মসজিদের প্রাঙ্গণে শিশুদের খেলার ওপর নিষেধাজ্ঞা জারি

23:48 - October 05, 2017
সংবাদ: 2603992
আন্তর্জাতিক ডেস্ক: জাইনিস্ট সুপ্রিম কোর্ট তাদের পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছে তারা যেন আল-আকসা মসজিদের প্রাঙ্গণে শিশুদের খেলা করতে বাধা প্রয়োগ করে।
আল-আকসা মসজিদের প্রাঙ্গণে শিশুদের খেলার ওপর নিষেধাজ্ঞা জারি

বার্তা সংস্থা ইকনা: কিছু ইহুদী বাসিন্দা গত মাসে আল-আকসা মসজিদে প্রবেশের সময় শিশুদের খেলা করতে দেখে। এরপর তারা জাইনিস্ট সুপ্রিম কোর্টে অভিযোগ করে। এই অভিযোগের সূত্র ধরে জাইনিস্ট সুপ্রিম কোর্ট তাদের পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছে, যদি আল-আকসা মসজিদের প্রাঙ্গণে শিশুরা বল নিয়ে খেলা করে তাহলে বাধা প্রয়োগ করে।

ইহুদি সংগঠনের আহ্বানে এধরণের খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যদি কোন শিশু এই আইনের অবাধ্য হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে অথবা তাদের বল জব্দ করা হবে।

এই সংস্থা দাবী করেছে, ফুটবল খেলা ‘পবিত্র এলাকার আইনের লঙ্ঘন’ এবং এর জন্য সর্বাধিক শাস্তি সাত বছরের কারাদণ্ড হওয়া উচিৎ।

iqna


captcha