IQNA

লস ভেগাসের দুর্ঘটনায় আহতদের রক্ত দান করবে মুসলমানেরা

23:54 - October 05, 2017
সংবাদ: 2603993
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকান-ইসলামিক রিলেশন্স কাউন্সিল আমেরিকার সকল মুসলিম এবং অন্যান্য ধর্মের অনুসারীদের নিকট লাস ভেগাসে সন্ত্রাসী হামলায় আহতদের সাহায্যের জন্য রক্ত দান করার আহ্বান জানিয়েছে।
লস ভেগাসের দুর্ঘটনায় আহতদের রক্ত দান করবে মুসলমানেরা
বার্তা সংস্থা ইকনা: আমেরিকান-ইসলামিক রিলেশন্স কাউন্সিলের পরিচালক "আভদ" এক বিবৃতিতে প্রকাশ করেছেন: লাস ভেগাসে সন্ত্রাসী হামলায় আহতদের সুস্থতার প্রত্যাশায় দোয়া করার জন্য আপনাদের সকলের নিকট আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন: অন্যান্য অনুসারীদের সাথে সাথে মুসলমানেরাও এই দুর্ঘটনায় আহতদের সাহায্যার্থে রক্ত দান করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে।
আভাদ বলেন: কোন তথ্য-প্রমাণ ছাড়াই তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস এই হামলার দায় স্বীকার করেছে। এটি একটি শয়তানী কাজের উদাহরণ এবং এধরণের কাজের মাধ্যমে তাদের কুৎসিত চেহারা জনগণের নিকট আরও অধিক প্রকাশিত হয়েছে।
তিনি মুসলিম ডাক্তারদের নিকট আহ্বান জানিয়েছেন, তারা যেন আহতদের সাহায্য করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের উন্মুক্ত কনসার্টে রবিবার গুলি ছুড়ে স্টিফেন প্যাডক ৬০ জনকে হত্যা করেছে এবং এই ঘটনায় ৫১৫ জনের অধিক আহত হয়েছে।
iqna




captcha