IQNA

মহানবীর পবিত্র আহলে বাইত সবার হেদায়েতের মাধ্যম

18:49 - October 06, 2017
সংবাদ: 2604000
যারা আহলে বাইত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা ক্ষতিগ্রস্ত, আর যারা আহলে বাইতের থেকে বেশী বোঝে এবং তাদের আগে আগে চলতে চায় তারাও বিচ্যুত। একমাত্র তারাই সঠিক পথে রয়েছে যারা আহলে বাইতের পদাঙ্ক অনুসরণ করে তাদের সাথে চলে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মাওলা আলী(আ.) বলেনে, «نَحْنُ النُّمْرُقَةُ الْوُسْطَى بِهَا يَلْحَقُ التَّالِي- وَ إِلَيْهَا يَرْجِعُ الْغَالِي؛  আমরা নবীর আহলে বাইত হচ্ছি হেদায়েতের মানদণ্ড যারা পিছনে পড়েছে তাদেরও আমাদের কাছে পৌছাতে হবে। আর যারা আগে চলে গেছে তাদেরও আমাদের কাছে ফিরে আসতে হবে।

সুতরাং যারা আহলে বাইতের সাথে থাকবে তারা পথভ্রষ্ট হবে না। কেননা আহলে বাইত হচ্ছে হেদায়েত ও আদালতের মানদণ্ড।

আহলে বাইত কোন কিছুতেই বাড়াবাড়ি বা কম করেন না। যারা পরিমিত ও সঠিকভাবে চলেন।

মহানবী (সা.) বলেন যে , আমার উম্মতের মধ্যে আমার আহলে বায়েতের উদাহরণ হল আকাশের নক্ষত্র বা তারার মত। যখন এদের একটি অস্থ যাবে তখন অন্যটি উদিত হবে।

মহানবী(সা.) আরও বলেছেন: সর্বপ্রথম ইমাম হল আমার চাচাত ভাই আলী, যে তাদের মধ্যে সর্বোত্তম, এরপর আমার সন্তান হাসান, তারপর আমার সন্তান হুসাইন, এরপর হুসাইনের পুত্রদের মধ্য থেকে পর্যায়ক্রমে ৯ জন, যার শেষ জন হচ্ছে মাহদী। শাবিস্তান
ট্যাগ্সসমূহ: নবী ، মাওলা ، আলী ، ইকনা ، ইমাম ، আদালত
captcha