IQNA

১১৪ টি ভিন্ন ধরনের সাজসজ্জা ও ডিজাইনসহ কুরআন + ছবি

19:19 - October 08, 2017
সংবাদ: 2604014
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের এক শিল্পী দীর্ঘ ১০ বছর ধরে পবিত্র কুরআনের ১১৪টি সূরাকে সুন্দর সুন্দর ডিজাইনে নকসা করেছেন। আর একারণেই এটাকে পবিত্র কুরআনের প্রথম আর্ট সংস্করণ হিসাবে উল্লেখ করা হয়েছে।
১১৪ টি ভিন্ন ধরনের সাজসজ্জা ও ডিজাইনসহ কুরআন + ছবি
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মারওয়ান আল আরিযা নামের লেবাননের ডিজাইনার এবং খোশনবিশ পবিত্র কুরআনের প্রথম আর্ট সংস্করণ করেছেন। এবং তিনি প্রতিটি সূরাকে ভিন্ন ভিন্ন সুন্দর ডিজাইনে সাজিয়েছেন।

আল আরিযা এই কুরআন সংস্করণ ধৈর্যের সঙ্গে ১০ বছর ইলেকট্রনিক নকশা কাজ করেছেন, যা কাগজের উপর ২০০ বছর ম্যানুয়াল নকশার সমতুল্য।

তিনি বলেন: আমি প্রতিটি সূরাকে ইসলামী ঐতিহ্যের সাথে নকশা করেছি এবং সেটাকে আধুনিক ডিজাইনের সাথে মিলন ঘটিয়েছি। আশা কির মুসলমান পাঠকরা এটাকে খুব ভালভাবে গ্রহণ করবেন।

এই কুরআন লেখা, ডিজাইন এবং সাজসজ্জা করতে ১০ বছর সময় লেগেছে এবং তা কম্পিউটারের মাধ্যমে সংশোধন ও প্রসাধন করা হয়েছে। এই কুরআনটি যাতে তার নিজস্ব স্থান খুঁজে পায় তার জন্য একটি বিশেষ আরবি স্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেন: ৩৬৭ পৃষ্ঠার এই কুরআনটি বিশুদ্ধ তুলা দিয়ে তৈরি করা হয়েছে, যা শত শত বছর ধরে ভালো থাকবে।

এই লেবাননের খোশনবিশ বলেন: এই কুরআন আরব মুসলিম হিসাবে আমার কাজ এবং আমি আরবী ঐতিহ্য, ইসলামী সংস্কৃতি এবং শিল্পসহকারে এই কাজটি উৎপাদন করতে আগ্রহী ছিলাম।

এটি উল্লেখযোগ্য যে আল-আরিযা'র নকশা করা কুরআনের একটি সংস্করণ মুদ্রিত হয়েছে।
১১৪ টি ভিন্ন ধরনের সাজসজ্জা ও ডিজাইনসহ কুরআন + ছবি
লেবাননের শিল্পী মারওয়ান আল আরাযা

উল্লেখ্য, ৪৭৬ পৃষ্ঠা বিশিষ্ট উক্ত কুরআন শরিফটির দৈর্ঘ্য ৫৭ সে. মি. এবং প্রস্থ ৪৩ সে. মি.।  কোন রাসায়নিক উপাদান ছাড়াই বিশুদ্ধ তুলা দিয়ে এর পৃষ্ঠাসমূহ নির্মাণ করা হয়েছে। উজ্জ্বলতা এবং নকশার দিক থেকে এটি সবচেয়ে সুন্দর কুরআন হিসেবে খ্যাতি অর্জন করেছে।
iqna

captcha