IQNA

মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি মোহসেন কারায়াতির উপদেশ

14:48 - October 13, 2017
সংবাদ: 2604053
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কুরআনের মুফাসসির হুজ্জাতুল ইসলাম মোহসেন কারায়াতি মাদ্রাসার ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের প্রধান দায়িত্ব হচ্ছে ইসলামী জ্ঞান অর্জন করা, এখলাস তথা নিষ্ঠার সাথে কাজ করা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া।
মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি মোহসেন কারায়াতির উপদেশ
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম মোহসেন কারায়াতি জামিয়াতুজ জাহরা মাদ্রাসার ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আমাদের কাজ তখনই মূল্যবান হয় এবং আল্লাহ সেটাকে পছন্দ করে যখন তা খালেস নিয়তে সম্পাদন করা হয়।
তিনি বলেন: মহানবী বলেছেন,  মানুষের প্রতিটি কাজ তাদের নিয়তের উপর নির্ভর করে। আল্লাহর সন্তুষ্টির নিয়তে সকল কাজ করতে হবে। এমনকি পড়ালেখাও আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে।
হাদিসে বর্ণিত হয়েছে যে, পড়ার সময় বলতে হবে, হে আল্লাহ! আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন। অর্থাৎ আমাদের জ্ঞান যদি মানুষের ও নিজেদের কাজেই না আসল তাহলে তা পরিত্যাগ করাই ভাল।
অন্য হাদিসে বর্ণিত হয়েছে: জ্ঞানের সুফল হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা। সুতরাং সেই জ্ঞান হচ্ছে সবচেয়ে বেশী উপকারী যা আমাদেরকে বেশী বেশী ইবাদত করতে সাহায্য করে।
সূরা হুজুরাতে বর্ণিত হয়েছে, হে মুমিনগণ! যদি কোন পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ আনয়ন করে, তবে তোমরা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশত: তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্যে অনুতপ্ত না হও।
iqna


captcha